নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এইচবিবি রাস্তা এবং ব্রীজ নির্মাণ কাজ শুরু হয়েছে। এরই মধ্যে সিংহভাগ কাজ সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে ব্রীজ ও রাস্তার কাজ পরিদর্শন করেছেন, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম।
প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম রাস্তার কাজ ঠিকমত হচ্ছে কিনা তদারকি করেন এবং সঠিক ভাবে সকলকে কাজ করার আহবান জানান। এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।