নিজস্ব সংবাদদাতা : মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহীম স্যারের মা প্রয়াত আমিরুন নেছা’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারি বাদ আছর ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহীম, শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান কামাল, মোঃ আসাদউল্লাহ, সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক মোঃ সেলিম, আবুল হোসাইন, মোঃ সালাউদ্দিন, মতিউর রহমান, জিল্লুর রহমান। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক এ.আর কুতুবে আলম, দপ্তর সম্পাদক রাকিব চৌধুরী শিশির, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব, কার্যকরী সদস্য মোস্তাক আহমেদ সুমন, যুবলীগ নেতা লিটন প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মাওলানা মুফতী আব্দুর রহমান।
উল্লেখ্য, মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহীম স্যারের মাতা আমিরুন নেছা সোমবার ২০ জানুয়ারি বিকাল ৩টায় বার্ধক্যজনিত কারণে নবীনগরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। সোমবার ২০ জানুয়ারি বাদ এশা এতিমখানা মাঠ প্রাঙ্গণে মরহুমার নামাজের জানাযা শেষে মুসলিমনগর কবরস্থানে দাফন করা হয়েছে।