মুন্নি আলম মনি : ফতুল্লা মডেল থানায় মাসিক অপরাধ হালচিত্রে গত জানুয়ারী মাসের ৩১ দিনে বিভিন্ন অপরাধে মোট ৭৪টি মামলা রুজু হয়েছে। অপমুত্যৃ মামলা রুজু হয়েছে ৫টি। ফতুল্লা মডেল থানার আইন শৃঙ্খলা আগের তুলনায় বর্তমানে অনেকটাই উন্নতি দেখা যাচ্ছে এমনটাই বলছেন সাধারন জনগণ। ফতুল্লার মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ ঘুষ দেলদেন ও অবৈধ পন্থায় কোন প্রকার লেনদেন থেকে নিজেকে গুছিয়ে দূরে রেখেছেন। তিনি সততার প্রতীক হিসেবে সবার হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন। সূত্রে আরো জানা যায়, ফতুল্লা মডেল থানায় কয়েকজন অফিসার আছেন এরাই থানার ওয়ারেন্ট ও মাদক উদ্ধারে কাজ করে যাচ্ছেন। ফলে গত জানুয়ারী মাসে জেলা পুলিশ সুপারের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন থানা অফিসার ইনর্চাজ মোঃ আসলাম হোসেন ও এ এস আই আব্দুর গাফ্ফার তালুকদার।
পুলিশ সূত্রে জানা যায়,ফতুল্লা মডেল থানায় গত জানুয়ারী মাসের ৩১ দিনে বিভিন্ন অপরাধে মোট ৭৪টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে মাদক মামলা রুজু হয়েছে ৩৮টি। অপমুত্যৃ মামলা রুজু হয়েছে ৫টি। ফতুল্লা মডেল থানার রুজুকৃত নিয়মিত মামলাগুলো হলো: ধর্ষন মামলা ৩টি,নারী শিশু নির্যাতন ২টি মামলা, চুরি মামলা ৫টি, অস্ত্র মামলা ১টি, মারামারি (আদারসেকশন ) মামলা ২০টি, মাদক মামলা ৩৮টি।
এই মাসে ৯ লক্ষ ৯০ হাজার টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। এই মাসে জি.আর ওয়ারেন্ট তামিল করেছে ৭২টি, সি.আর ওয়ারেন্ট তামিল করেছে ৪০ টি এবং সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার করেছে ১৬টি। এই মাসে উদ্ধারকৃত মাদক হলো : ইয়াবা ট্যাবলেট ৮শ ৬০পিস, গাঁজা ১ কেজি ৩শ ৫০ গ্রাম এবং হেরোইন ৭.১৮ গ্রাম ।
এলাকাবাসীর দাবী,নারায়ণগঞ্জ জেলার বর্তমসান সদ্য যোগদানকারী পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম বার ফতুল্লার দিকে নজন কড়া রাখলে আইন শৃঙ্খলাসহ আরো উন্নতি হবে । পুলিশের দাবী আইন শৃঙ্খলা ঠিকই আছে । থানায় অফিসারের সংখ্যা কম থাকায় বৃহত্তর এলাকায় পুরোপুরি সেবা নিশ্চিতে ব্যহত হচ্ছে এমনটাই বলছেন থানা পুলিশ। বর্তমানে থানায় সদ্য যোগদানকৃত ইন্সপেক্টর (তদন্ত) শাহাদাৎ হোসেন এবং ইন্সেপেক্টর (অপারেশন) মোঃ শাখাওয়াত হোসেন সহ সবাইকে নিয়ে থানার কার্যক্রম যথেষ্ট ভালো চলছে বলে পুলিশ জানান।
থানায় সেবা নিতে আসা লোকজনের দাবী বর্তমান ও,সি মোঃ আসলাম হোসেন এর সরাপন্য হতে পারলে সমস্যা আর সমস্যা থাকেনা সমাধান হয়ে যায়। এমনকি বিনা টাকায় কাজ হয়। ফতুল্লার আইন শৃঙ্খলা গত মাসের তুলনায় এই মাসে একটু উন্নতি ।