ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন বলেছেন পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায়। সমাজের যতো অসঙ্গতি আছে এসব দূর করতে হলে সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড এ বিট পুলিশের বৈঠকে তিনি এসব কথা বলেছেন।
অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, সমাজে মন্দ মানুষের সংখ্যা খুবই কম। ভালো মানুষের সংখ্যা অনেক বেশী। ভালো মানুষগুলো সংগঠিত হলে এসব মন্দ মানুষ পালানোর পথ পাবে না। তিনি সমাজের ভালো মানুষগুলোকে সংগঠিত হওয়ার আহবান জানান।
কিশোর অপরাধীদের ব্যাপারে আসলাম হোসেন বলেন, প্রতিটি পরিবারের সদস্যরা যদি দায়িত্ব নেয় তাহলে সমাজ থেকে কিশোর অপরাধ চলে যাবে। অভিভাবকরা দায়িত্ব নিলে সন্তান বিপদগামী হবে না।
মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ার দিয়ে তিনি বলেন, মাদক ব্যবসা ছেড়ে ভালো হয়ে যান। সমাজ থেকে অপরাধ দূর করেতে পুলিশ জনগণকে নিয়ে যা যা করার করবে।মাদকের ব্যাপারে কোন ছাড় নেই।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতেছে। কাজেই যারা মাদকের সাথে জড়িত আছেন তারা সময় থাকতে ভালো হয়ে যান, ১নং ওয়ার্ড মেম্বার হাসমত আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) শাহাদাত হোসেন, এসআই মিনারুল, ফতুল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহিম, অর্থসম্পাদক সেলিম হোসেন, সাংবাদিক মাসুদ আলী, রাসেল, শফিকুল ইসলাম জনি, পঞ্চায়েত নেতা আবু বক্কর মল্লিক, জামান, ইদ্রিস হাওলাদার, টিটু প্রমূখ।