সোহেল আহম্মেদ:- নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহম্মদ আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণের পাশে পুলিশ সব সময় আছে। বর্তমানে বড় সমস্যা মাদক। এ মাদক নিয়ন্ত্রনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মুলে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তা হলে মাদক ব্যবসা নির্মূল হবে।তাই মাদক নির্মুল করতে হলে নিজের ঘর থেকে আগে নির্মুল করতে হবে। আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে কি করছে সেদিক খেয়াল রাখতে হবে। আপনার ছেলে সারা রাত জেগে থাকে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমাচ্ছে আর সন্ধ্যায় ওঠে আপনারই কাছ থেকে টাকা নিয়ে মাদক সেবন করছে। আপনি যখন টাকা দেন সেটা জানতে হবে কি জন্য টাকা দিচ্ছে আর আপনার সন্তান সেই টাকা নিয়ে কি করছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২০) সকাল ১১টায় ফতুল্লা মডেল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অনেক মাদক ব্যবসায়ীর করুণ পরিনতি আপনারা দেখেছেন। অনেক মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করে টাকা উপার্জন করে ভোগ করতে পারেনি। আর এসব পরিনতি দেখে অন্যান্য মাদক ব্যবসায়ীরা সর্তক হলে মাদক ব্যবসা থাকবে না।
ওসি মো. আসলাম হোসেনের বলেন, মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে নিয়ে যায়। মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ; যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি, কুয়াশাচ্ছন্ন করে ভবিষ্যৎ, অপরাধপ্রবণতা বৃদ্ধি করে, মেধা বিকাশে বাধা সৃষ্টি করে, নষ্ট করে পারিবারিক শৃঙ্খলা, কলুষিত করে সমাজ, বাড়ায় জ্ঞানবুদ্ধিহীন মানুষ, ধ্বংসের পথ প্রশস্ত করে। মাদকের কারণে দেখা দেয়-পরিবারে অর্থনৈতিক অস্বচ্ছলতা, সামাজিক উন্নয়নে বাধাগ্রস্ততা, মানব সম্পদের অপব্যবহার, অপরাধমূলক কাজের ব্যাপকতা, মূল্যবোধের অবক্ষয়। একজনের মাদক গ্রহণ আরেকজনকেও ঠেলে দেয় মাদক গ্রহণের ঝুঁকিতে। নেশা-গ্রস্ত এবং নেশাখোররা ধর্ম মানে না, দেশের আইন মানে না, সুন্দর-সুখী পরিবার গড়ে তোলতে পারে না। মাদক গ্রহণের ভয়ঙ্কর ফাঁদে একবার জড়ালে স্বাস্থ্যহানি ঘটে, সৃজনীশক্তি শেষ হয়ে যায়। দেহের পাশাপাশি বিশৃঙ্খল ও বিধ্বস্ত হয়ে যায় মনের স্বাস্থ্য, পুড়ে যায় আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ, সামাজিক চিত্রে নেমে আসে দুর্যোগ।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেনের সভাপতিত্বে এসম উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা কমিউনিটি পুলিশের সভাপতি মীর মোজাম্মেল আলী, সাধারন সম্পাদক মোস্তফা কামল। ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল ইসলাম নূরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি ওবায়েদ উল্লাহ, ফতুল্লা রিপের্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক মো. সোহেল আহম্মেদ, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন সম্পদক এ আর কুতুবে আলম, সাংগঠনিক সম্পদক নজরুল ইসলাম সুজন, মাই টিভির জেলা প্রতিনিধি সাহাব উদ্দিন,যুগান্তরের ফুতুল্লা প্রতিনিধি আল আমিন প্রধান, যায়যায় দিনের ফতুল্লা প্রতিনিধি সাহাদাত হোসেন আকাশ, যুগের চিন্তার স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ বাধন,চ্যানেল এস’র ফতুল্লা প্রতিনিধি সফিকুল ইসলাম জনি, ৭১ বাংলার টিভির ফতুল্লা প্রতিনিধি মেহেদী হাসান রাসেল, জয়যাত্রা টিভির ফতুল্লা প্রতিনিধি জামিল আহম্মেদ, বিজয় টিভির ফতুল্লা প্রতিনিধি বদরুদ্দিন,সংবাদ নারায়ণগঞ্জ.কমের সম্পাদক দুলাল আহম্মেদ, নারায়ণগঞ্জের আলো .কমের সম্পদক আব্দুল আলিম লিটন প্রমুখ।