বন্দর মডেল প্রেস ক্লাব’র পক্ষ থেকে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউ এন ও) সাথে সৌজন্য সাক্ষাত করেন সংগঠনের নেতৃবৃন্দরা। সোমবার, (৩ই ডিসেম্বর) সকালে পিন্টু ব্যাপারীর সাথে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
তিনি ওই সময় দেশ জাতির কল্যাণে উপস্থিত সকল সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশেন সহ দেশটাকে সুন্দর করে গড়ে তোলার আহবান জানান। এছাড়াও ওই দিন-ই বন্দর সহকারী কমিশনার (ভূমি) রুমানা অাক্তারের পক্ষে ভারপ্রাপ্ত কানুনগো মামুন হোসেনকে ফুলেল অভর্থ্যনা জানান এবং বন্দর উপজেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দিন ভূইয়ার সাথেও সৌজন্য সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন বন্দর মডেল প্রেস ক্লাব’র অাহবায়ক এস এম শাহীন,সদস্য সচিব জি.কে.রাসেল,যুগ্ম অাহবায়ক মো.অারিফুল ইসলাম ও মো.শরীফুল ইসলাম,কার্যকরি সদস্য অাব্দুল মান্নান খান বাদল,মো.শামীম ইসলাম,জিয়াবুল,মো.রাশেদুল হাসান ও প্রাথমিক সদস্য এজাজ।




















