ইমামে রাব্বানী দরবার শরীফের সাহেবজাদা সৈয়দ জাহের শাহ মোজাদ্দেদী (রহমাতুল্লাহ আলাইহির) জানাজার নামাজ, আজ বিকাল ৫ ঘটিকায় ( বাদ আছর) নারায়ণগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে ও আগামীকাল বৃহস্পতিবার সকাল বাদ ফজর সকাল ৬ টায় ইমামে রাব্বানী দরবার শরীফে অনুষ্ঠিত হবনিশ্চয় আমরা আল্লাহর জন্যএবং নিশ্চয় আমরা তাঁর দিকে প্রত্যাবর্ আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই।
তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের কাছে আসবেই, যদিও তোমরা সুদৃঢ় দূর্গে অবস্থান কর।
(আল্লাহ হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন।)মদিনা ওয়ালা কামলী ওয়ালা নবীর কদম মোবারকে চলে গেলেন ইমামে রাব্বানী সাইয়্যেদ আবেদ শাহ আল মাদানী(রাঃ) এর চতুর্থ সাহেব জাদা আওলাদে রাসূল(দঃ) আল্লামা সাইয়্যেদ জাহের শাহ মোজাদ্দেদী আল আবেদী (রহঃ)।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।এই খবরটি এই সময়ে লিখতে হবে তা ভাবতেও পারি নি।
ইমামে রাব্বানী দরবার শরীফের প্রতিটি আশেকান মুরিদান মুহিব্বান ও সর্বস্তরের সুন্নি সুফি মুমিন মুসলমানকে শোকের সাগরে ভাসিয়ে হুজুর শেষ বিদায় নিলেন।
#শোকবার্তা:-
চাঁদপুর ইমামে রাব্বানি দরবার শরীফের পীর সাহেব কেবলা আওলাদে রাসুল আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ আবেদ শাহ মোজাদ্দেদী (রাহঃ) এর সুযোগ্য সাহেবজাদা সৈয়্যদ জাহের শাহ মুজাদ্দেদী সকাল 8:30 ইন্তেকাল করিয়াছেন।
#ইন্নালিল্লাহি_ওয়া_ইন্না_ইলাইহি_রাজিউন।
আল্লাহ তায়ালা যেন হুজুরকে প্রিয় নবীর (দঃ) এর ওসিলায় জান্নাতুল ফেরদাউসের আ’লা মক্বাম দান করেন,আমিন।