সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:- পটুয়াখালী দশমিনায় স্বামী মোঃ বায়জিদ প্যাদা (২৫) নিখোঁজ হওয়ায় স্ত্রী মোসাঃ মেহেবুবা খানম খুশবুর থানায় সাধারন ডায়েরি। রোববার রাত ১০ টায় এ ঘটনায় জিডি করেন।
জানাযায়,উপজেলার বেতাগি সানকি পুর ইউনিয়নের আবুল কালাম প্যাদার ছেলে মোঃবায়জিদ প্যাদা শুক্রবার রাত সাড়ে ৯টায় ব্রীজের দোকানে যাবার কথা বলে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু ওই রাতে আর বাসায় আসেনি তিনি।শনিবার আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে তার কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ বায়জিদ প্যাদার স্ত্রী মেহেবুবা খানম খুশবু জানান, শুক্রবার রাতে বাসা থেকে খালপাড়ে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়েছে। মোবাইল সিমও বন্ধ রয়েছে এখন খুব দুঃচিন্তা হচ্ছে । তাই থানায় সাধারন ডায়রী করেছি।
থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোঃজসিম জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে এবং যথা রিতি কার্যক্রম শুরু করেছি।