আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচার প্রচারণায় ব্যস্ত নির্বাচনের প্রার্থীরা চার দিকে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে চায়ের দোকানে বসলেই শোনা যায় নির্বাচনী আলাপ আলোচনা কে হবে চেয়ারম্যান,কে হবে মেম্বার।
ঠিক এই যখন অবস্থা তখনও নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমানের নির্দেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সহযোগিতায়। রাস্তা ঘাটের কাজ এবং জনসেবায় ব্যস্ত নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সফল মেম্বার আলাউদ্দিন হাওলাদার।
তারই ধারাবাহিকতায় ২৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় শরীফবাগ ১ নং রোড, হেলালের বাড়ি হইতে আলমগীরের বাড়ি পর্যন্ত রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন ৫ নং ওয়ার্ডের সফল মেম্বার আলাউদ্দিন হাওলাদার,ইউনিয়ন পরিষদ কর্তৃক পাওয়া ওয়ান পার্সেন্টের অর্থায়নে রাস্তাটি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন শরীফবাগ পঞ্চায়েতের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।