বার্ষিক পরীক্ষা দেওয়া হলোনা বন্দরের বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র রেজার(১৩)। মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে রাস্তার আইল্যান্ড থেকে পা পিচলে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় রেজা। বৃহস্পতিবার সকাল পোণে ১০ টায় বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রেজা বন্দর বাজার সংলগ্ন ইতালী ভবনের বাসিন্দা ফরিদ হোসেনের ছেলে। রেজার মৃত্যুর খবরে বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মহিউদ্দিন সিদ্দিকী জানান, বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক পরীক্ষা চলছে। বৃহস্পতিবার ছিল ধর্ম বিষয়ে পরীক্ষা। সকালে মায়ের সাথে স্কুলে আসে ৮ম শ্রেণীর ছাত্র রেজা। স্কুলের অদূরে রাস্তার আইল্যান্ডের উপর দিয়ে হেঁটে আসার সময় পা পিচলে পড়ে যায় রেজা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।