জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ বলেন, আগামীকাল ১০ ডিসেম্বর জন্য আমাদের তৈরি থাকতে হবে।নির্বাচন সামনে রেখে নানান গুজব-অপপ্রচার ছড়াতে চাইবে বিএনপি-জামায়াত শিবির। এদের যেকোনো গুজব-অপপ্রচার ঠেকাতে প্রস্তুত রয়েছে সমস্ত শ্রমিক জনতা আমরা ঐক্যবদ্ধ হয়ে যেকোন মোকাবেলা করবো, এটাই হলো আমাদের শপথ।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে নারয়ণগঞ্জের পাগলায় জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, এই বাংলাদেশে যেভাবে বিগত দিনে উন্নয়ন হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনেও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটবে। বাংলাদেশের সমস্ত সমস্যা সমাধান হবে। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বিশ্ববাসী চেয়ে থাকবে, এটাই হবে আজকে আমাদের শপথ এবং আগামীকালকের আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপি ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে থাকবো ইনশাল্লাহ।
জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন,সহ-সভাপতি আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড মেম্বার জাঙ্গীর আলম,নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হুমায়ুুন কবির, ফতুল্লা থানা শ্রমিকলীগের সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার সাধারণ সম্পাদক জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, দাপা ট্রাকচালক ট্রান্সপোর্ট কমিটির সভাপতি আব্দুল রাজ্জাক টিক্কা, সাধারণ সম্পাদক জাকির প্রধান ও টলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার সহ সকল নেতৃবৃন্দ।