শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে উষ্ণতা ছড়াতে কম্বল বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ‘সিপিবি’। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ শহরের মিশণপাড়া ‘সিপিবি’র অস্থায়ী জেলা কার্যালয় থেকে এ কম্বল বিতরণ করা হয়েছে। জেলা ‘সিপিবি’র সভাপতি হাফিজুল ইসলাম এর নেতৃত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য আঃ হাই শরীফ, শাহানারা বেগম, বিমল কান্তি দাস, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মাইন উদ্দিন মানিক, শ্রমিক নেতা ইকবাল হোসেন ও এম এ শাহীন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, হিম হিম ঠান্ডা আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। শীতের প্রকোপে কাতর সমাজের পিছিয়ে পড়া দারিদ্র মানুষ গুলো। শীতার্ত এই অসহায় মানুষের কষ্ট লাঘবের জন্য জেলা ‘সিপিবি’র পক্ষ থেকে পাঁচ শতাধিক কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। প্রথম দিন শহরে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। অবশিষ্ট কম্বল গুলো পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে শীতার্তদের মাঝে বিতরণ করা হবে। গরীব অসহায় দারিদ্র মানুষের প্রতি ‘সিপিবি’ দায়িত্ববোধ থেকেই সব সময় পাশে থেকেছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। শীতের কষ্ট সেই বুঝে যার কাছে শীত নিবারণের মতো কোন বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দেয়ার জন্য একটি কম্বল দিতে পারার মধ্যে অনেক আনন্দও আছে। সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আপনার একটু সহযোগীতায় একজন মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতৃবৃন্দ সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।





















