মশাহিদ আহমদ, মৌলভীবাজার :- মৌলভীবাজারে সিংকাপন মুনরাইজ কিন্ডার গার্ডেন স্কুলে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে ১৬ ডিসেম্বর। সিংকাপন মুনরাইজ কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ চৌধুরী এর সভাপতিত্বে ও সামিজিক সংগঠন ব্যক্তিত্ব নানু মিয়া এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ৬নং একাটুনা ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনসার আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- এ.বি.এল.এ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজার তাওহিদ ইসলাম, সিংকাপন মুনরাইজ কিন্ডার গার্ডেন স্কুলের ম্যানেজিং কমিঠির সদস্য সাহেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে উপহার হিসাবে বই, খাতা, কলমসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।





















