মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা শহীদ জিয়া স্মৃতি সংসদ নারায়নগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে চাষাড়া বাগে জান্নাত মসজিদ সংলগ্ন মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা সভাপতি শহিদুল ইসলাম রিপন মামার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলার উপদেষ্টা ফকরুল ইসলাম মজনু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ পনির,দেলোয়ার হোসেন দেলু, লুৎফর রহমান বাঁধন প্রমুখ।
তার আগে দরুদ শরীফ পাঠ,তওবা করা হয়। পরে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, খালেদা জিয়া, মীর্জা ফখরুল, মির্জা আব্বাস সহ দেশের সকল রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির দাবী ও মিথ্যা মামলা প্রত্যাহার করার অনুরোধ করে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম।