নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকারের ৫৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় শহরের টানবাজার এলাকায় এসটি আলমগীর সরকারের ব্যবসায়ী প্রতিষ্ঠানে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয়।
এছাড়াও বন্দর আমিন আবাসিক মসজিদ, আলীরটেক যুব সংঘের উদ্যোগে, আলীরটেক মাদ্রাসা,বন্দর সালেহ নগর মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কেক কাটাকালে উপস্থিত ছিলেন সদর থানা যুবলীগের সভাপতি প্রার্থী ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকার, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক সওদাগর খান,গোগনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরু শিকদার,যুবলীগ নেতা মামুন পাঠান, জাতীয় পার্টি নেতা শিব্বির আহম্মেদ, বজলুল হক,লিটন মেম্বার,
যুবলীগ নেতা এসটি আলমগীর সরকার বলেন, আমার পিতা আলীরটেক গ্রামের বড় মাদবর হিসেবে দায়িত্ব পালন করেছে। তারই ধারাবাহিকতায় পর্যায় ক্রমে বর্তমানে আমি আলীরটেক গ্রামের বড় মাদবর হিসেবে দায়িত্ব পেয়েছি। সেই সাথে সকলের দোয়ায় দক্ষতার সাথে তা পালন করার চেষ্টা করে যাচ্ছি। ১৯৮৬ সনে নাসিম ওসমান এমপি হওয়ার পরে তার নেতৃত্বে রাজনীতিতে আসি। তখন কর্মী হিসেবে কাজ করি। শ্রমিক নেতা সানাউল্লাহ আমাকে তার কাছে নিয়ে আসেন। নাসিম ওসমান হলেন আমার রাজনীতি গুরু। সেই থেকে রাজনীতিতে আমার পর্দাপন। বঙ্গবন্ধুকে ভালোবেসে তার আদর্শে আমার নেতা এমপি শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে যাই। ২০০১ সনে শামীম ওসমানের আশীবার্দে নারায়ণগঞ্জ সদর থানা যুবলীদের কমিটির সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পাই। তখন আমাদের আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার আমাদের দিক নির্দেশনা দিয়েছে।
সদ্য নির্বাচিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদলের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি। তিনি আমাকে বিভিন্ন সময় দিক নির্দেশনা দিচ্ছেন। তার হাত ধরে আমরা সদর থানা যুবলীগকে শক্তিশালী করছি। তাছাড়া আমার রাজনীতি গুরু নাসিম ওসমানের ছায়ায় আমি জেলা ট্রাক ট্যাংকলড়ি কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পাই।সেখানেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছি। আল্লাহ যেন প্রয়াত এমপি নাসিম ওসমানকে বেহেশত নসিব করেন সব সময় এই কামনা করি। একই সাথে ওসমান পরিবারের নিহত সকল সদস্যদের মাগফেরাত কামনা করি। পাশা পাশি ওসমান পরিবারের জীবিত সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করি।