সেলিম আহমেদ:- কুতুবপুর ইউনিয়ন ৪ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু বলেছেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে জেগে উঠো কুতুবপুরবাসী। তিনি যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, আজকের যুবকরাই মাদকের দিকে ঝুঁকে নষ্ট করছে, সমাজ ব্যবস্থাকে। যারা মাদক বিক্রি করে, সেবন করে, মাদকের টাকা খায়, তাদের স্থান কুতুব পুরে নেই। একমাত্র যুব সমাজই পারে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল করতে। এর জন্য আমাদের যুব সমাজকে জেগে উঠতে হবে মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪ টা ৩০্ মিনিটে, নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানাধীন পাগলা পশ্চিম শাহীমহল্লা পঞ্চায়েত কমিটির উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন,
এ সময় তিনি আরো বলেন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ, কে, এম শামীম ওসমান এবং বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকের ভয়াল থাবা থেকেসমাজকে রক্ষা করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সামাজিক সংগঠনগুলোকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হাতিয়ার হয়ে উঠতে হবে। তাহলে আমাদের ঐক্য প্রয়াসে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে ও উন্নত সমৃদ্ধ জাতি গঠন তৈরি হবে। তাই তিনি সমাজের সকল স্তরের সংগঠনকে উদার্থ আহ্বান জানান। এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পশ্চিম শাহী মহল্লা পঞ্চায়েত কমিটি সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে, আরো উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাতৃছায়া ক্রীড়াচক্র।