শফিকুল ইসলাম শফিকঃ যুবকরাই মাদক ব্যবসা বা মাদক সেবন করে আবার সেই যুবকরাই চাইলে সমাজ থেকে মাদককে উৎখাত করতে সক্ষম হয় তাই আজকে থেকে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে দিতে হবে যুব ফোরামের নেতৃত্বে।
৩০ শে ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের পূর্ব রসুলপুর এলাকায় পঞ্চায়েত কমিটির সৌজন্যে যুব ফোরামের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু।
পঞ্চায়েতের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ৪-৫-৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার অনামিকা হক প্রিয়াঙ্কা, মধ্য রসুলপুর পঞ্চায়েতের সাধারণ সম্পাদক লিটন হাওলাদার, উত্তর রসুলপুর পঞ্চায়েতের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, পূর্ব রসুলপুর পঞ্চায়েতের সাধারণ সম্পাদক নুরুল হক, পাগলা স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম সোহাগ, পুর্ব রসুলপুর পঞ্চায়েতের সহ-সভাপতি সালাউদ্দিন হাওলাদার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অফিসার ইনচার্জ ও পূর্ব রসুলপুর পঞ্চায়েতের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জাহাঙ্গীর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব ফোরামের সকল সদস্যবৃন্দ।