সেলিম আহমেদ:- শিক্ষা একটি মৌলিক অধিকার। একটি জাতির ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিতে হয়। আর এই বিষয়টি মাথায় নিয়েই বর্তমান সরকার বছরের প্রথম দিন ১ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে নতুন বই। এই সময়ে সারাদেশে সাড়ম্বরে বই উৎসব পালিত হচ্ছে। নতুন বই শিক্ষার্থীদের জন্য এক অভিনব উপহার।
নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ১ জানুয়ারি রবিবার সকাল থেকে প্রথম শ্রেণি হইতে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন শিক্ষক মন্ডলীরা।
এ সময় পাগলা সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা বলেন, গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি প্রতিবছরের ন্যায় এবারও কোটি কোটি শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পাঠ্যপুস্তক উৎসবের মধ্য দিয়ে বই বিতরণ কর্মসূচি পালন করেছেন। প্রতিবারের ন্যায় এবারও আমরা বৎসরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পেরেছি।বর্তমানে শিক্ষার্থীর হাতে ঝকঝকে ছাপা রঙিন বই দেওয়া হচ্ছে। ফলে বই সংগ্রহ করার দিনটি শিক্ষার্থীদের জন্য অনেক আকাঙ্ক্ষার এবং আনন্দের। নতুন রঙিন বই শিশুদের বই পড়ার আনন্দ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে অনেক অন্তরায় দুর করা যায়, সেটা দেখিয়ে দিয়েছে সরকার।
তিনি আরো জানান, শিক্ষার্থীদের পড়াশোনা মান উন্নয়নের জন্য বর্তমান ১৬ জন শিক্ষক রয়েছে, এই বিদ্যালেয়। আরো ১০ জন শিক্ষকের প্রয়োজন রয়েছে। এবং কিছু শ্রেণিকক্ষের ও প্রয়োজন রয়েছে। বর্তমানে১৮টি শ্রেণিকক্ষ রয়েছে, আরো ৩ টি শ্রেণিকক্ষের প্রয়োজন রয়েছে।
শতকরা ৫৭% শিক্ষার্থীদের বই আমরা হাতে পেয়েছি। এবার আমাদের বিদ্যালয়ে শতকরা ৯৭%শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
দীর্ঘ কোভিদ ১৯ মহামারী করোনারভাইরাসের কারণে কিছু দূরত্ব থাকলেও পরবর্তীতে তা আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী।