নারায়ণগঞ্জ পৌর মহাশ্মশানে বার্ষিক শ্রী শ্রী কালী পূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) সকালে শ্মশানে অন্নপূর্ণা ভবন চত্বরে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হরিপদ বিশ্বাস। সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বাহ্নে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সুস্থতা কামনায় শংকর সাহার নেতৃত্বে বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা শেষে সাংবাদিক রণজিৎ মোদকের সঞ্চালনায় আগামী ২১ জানুয়ারি মাসদাইর আমলীতলা পৌর মহাশ্মশানে বার্ষিক শ্রী শ্রী কালী পূজার প্রস্তুতি মূলক সভা শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্র্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রনজিত মন্ডল। তিনি তার বক্তব্যে শ্মশানে কালীপূজা শেষে হরিনাম কীর্তনের আশা ব্যাক্ত করেন। মহামায়া সেবাশ্রম বিগত তিন বছর এ শ্মশানে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নামকীর্তন পরিচালনা করেন। গত বছর করোনার কারনে নাম কীর্তন করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই মহামায়া সেবাশ্রম পুনরায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বরাবর নাম কীর্তন করার আবেদন করেছে।
পূজার প্রস্তুতিমূলক সভায় উপস্থিত সবাই মহামায়া সেবাশ্রমের প্রতি সমর্থন জানান। পৌর মেয়র মহোদয় বিষয়টি আন্তরিকতার হৃদয় নিয়ে বিবেচনা করবেন বলে জেলার হিন্দু স¤প্রদায় আশা করছেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,শ্মশানসকমিটির সাধারণ সম্পাদক সুজন সাহা, শংকর সাহা,স্বপন ঘোষ,অমল মোদক, অঞ্জন সাহা, প্রদীপ নন্দী, ভঞ্জন মন্ডল, পরেশ চৌধুরী,মহামায়া সেবাশ্রমের লিটন পোদ্দার, পৌর ১৩ নং ওর্য়াড কমিশনার পক্ষে আনোয়ার হোসেন, রনজিত দাস, বিশ্বজিৎ সাহা, লিটন ঘোষ, শান্তি রঞ্জন ঘোষাল, কিশোর কুমার দাস, রতন মন্ডল, তপন সাহা, মিহির পোদ্দার, গুরু পদদাস প্রমুখ।
সভায় উপস্থিত বক্তবে সবাই মাসদাইর মহাশ্মশানের উত্তর পাশে ভূমি অবৈধ ভাবে দখল হয়ে যাচ্ছে তা অবমুক্ত করার দাবী জানান। সুন্দর ভাবে যাতে বার্ষিক শ্রী শ্রী কালী পূজা অনুষ্ঠিত হয় তার প্রতি ও সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। জীবনের শেষ ঠিকানার পবিত্রতা রক্ষায় শ্মশান পরিচালনা কমিটির দৃষ্টি আকর্ষণ করা হয়।