শফিকুল ইসলাম শফিকঃ মহান বিজয় দিবস উপলক্ষে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজে এফ ) এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধ- বিজয় ও নতুন প্রজন্মের শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৭ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মিলনায়তনে আরজে এফের সভাপতি এস এম জহিরুল ইসলামে সভাপতিত্বে ভারপ্রাপ্ত মহাসচি আল-আমিন শাওনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী, মুক্তিযুদ্ধ স্মৃতিচরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ আল ফয়সাল,লায়ন মোঃ গনি মিয়া বাবুল, লায়ন মোঃ এইচ এম ইব্রাহিম ভুঁইয়া, এ্যাডভোকেট শহীদা রহমান, বদরুদ্দোজা সবুজ,বি এম মকবুল হোসেন,সহ সারাদেশ থেকে আগত সংবাদ কর্মীবৃন্দ।
এসময় আরজেএফের পক্ষ থেকে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।