আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা পরিষদের হলরুমে জনপ্রতিনিধিদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক এক জনসচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তামান্না অফরোজ মনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম মনি, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, বরগুনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ বশির আহম্মেদ প্রমুখ।