বাংলাদেশ আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল স্থগিত করা হলেও রিটানিং অফিসারের স্বাক্ষরিত পৃথক দুটি ফলাফলের রেজাল্ট সীট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে । ফলাফল ঘোষনার আগ মুহুর্তে এ ধরনের রেজাল্ট সীট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানোর ফলে সাধারন ভোটারদের মাঝে সৃষ্টি হয়েছে ধূম্রজাল । সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো রেজাল্টসীটে দেখা যায়, আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন নির্বাচনে সভাপদি পদে প্রতিদ্বন্ধী প্রার্থী ২২ ভোটের ব্যবধানে তাজুল ইসলামকে পরাজিত করে কাউছার আহাম্মেদ পলাশ বিজয় লাভ করেন অপর দিকে একই পদে কাউছার আহাম্মেদ পলাশকে ৩০ ভোটের ব্যবধানে পরাজিত করে তাজুল ইসলাম সভাপতি পদে বিজয় লাভ করেন। প্রকাশিত রেজান্ট সীটে নির্বাচনে দায়িত্বে থাকা রিটানিং অফিসারের সই এবং সীল যুক্ত স্বাক্ষর রয়েছে।
এদিকে, নির্বাচন কমিশন কতৃক উক্ত নির্বাচনের ফলাফল স্থগিতসহ পূর্ণগননার সময় নির্ধারনের পূর্বে ফলাফলের রেজাল্টসীট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিষয়ে অংশগ্রহনকারী সভাপতি প্রার্থী কাউছার আহাম্মেদ পলাশ এবং তাজুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউছার আহাম্মেদ পলাশ তার ফোন রিসিভ করেননি। তবে এ ব্যাপারে তাজুল ইসলাম জানান, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচন সুষ্টুভাবে সম্পূর্ণ হয়েছে। সাধারন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচনে ৩০ ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্ধিপ্রার্থী আলহাজ্ব কাউছার আহাম্মেদ পলাশকে পরাজিত করে জয় লাভ করেছেন। নির্বাচনে দায়িত্বরত রিটানিং অফিসার মাহবুবুর রহমান মজনু তাকে বিজয়ী ঘোষনা করেন এবং রিটানিং অফিসারের সই এবং স্বাক্ষরসহ ফলাফল সীটও বুজিয়ে দেন।
এক পর্যায়ে প্রতিদ্বন্ধীপ্রার্থী কাউছার আহাম্মেদ পলাশ পূর্ণ ভোট গণণার আবেদন করলে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন আগামি ৫ ফেব্রুয়ারী ভোট পূর্ণ গণনার তারিখ নির্ধারন করেন। অথচ আইন বহিভূতভাবে নির্বাচন কমিশনারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পলাশের সমর্থকরা বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বানোয়াট এবং ভূয়া একটি রেজাল্টসীট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে নির্বাচন বানচালসহ সাধারন ভোটারদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনারের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন বলেও তিনি জানান। প্রসঙ্গত, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচন গত ২৭ জানুয়ারি শুক্রবার শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সারাদেশের ৯৩ হাজার সদস্যের মধ্যে ৩২ হাজার সদস্য এবার নিয়ম মেনে ভোটার হয়েছেন।
২৫ সদস্যের কমিটিতে সম্পাদকীয় ১২টি এবং কার্যনির্বাহী সদস্যের ১৩টি পদ রয়েছে। মোট প্রতিদ্বন্দ্বী ৪৯ জন। নির্বাচনে সভাপতি পদে কাওছার আহমেদ পলাশ (ট্রাক), তাজুল ইসলাম (তালগাছ), সাধারণ সম্পাদক পদে মোশারফ হোসেন (টায়ার), আহমদ আলী (ঘোড়া) ও সাদেক আলী তুফান (হর্ণ) প্রতিদ্বন্ধিতা করছেন। প্রতিদ্বন্ধীদের মধ্যে তাজুল ইসলাম সভাপতি ও আহমদ আলী সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। ১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিতে নির্বাচন কমিশনের চেয়ারম্যান হয়েছেল লুৎফর রহমান, সচিব মফিজুল হক বেবু, সহকারী সচিব হাজি মজিবুর রহমান, আদম আলী, নসু মিয়া, আব্দুল জলিল প্রমুখ।