বেসরকারি চ্যানেল বাংলা টিভির রূপগঞ্জ প্রতিনিধি ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সোহেল কিরণের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি সকল সদস্যবৃন্দু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে । ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি নূরুল ইসলাম নূরু ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ এর এক যৌথ বিবৃতিতে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা মিথ্যে মামলা হয়রানীসহ বার বার হামলার শিকার হয়। সাংবাদিকদের মামলার বিচার হয় কিন্তু সন্ত্রাসীর হামলার কোন বিচার হয়না । সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে প্রশাসন অতিউৎসাহী হয়ে পরে সাংবাদিকদের গ্রেফতারের জন্য কিন্তু সাংবাদিকদের উপর হামলা হলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের কষ্ট হয়ে যায়।
সাংবাদিক সোহেল কিরণের উপর হামলার ঘটনার জন্য দায়ী ব্যক্তি ও তাদের মদত দাতাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।’
উল্লেখ্য, ৪ জানুয়ারি রাতে বাংলা টিভির সাংবাদিক ও রূপগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সোহেল কিরণের উপর রূপগঞ্জের কলি বাহিনীর সদস্য আফজাল ও তার সহযোগীরা হামলা চালায়।