নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা থানাধীন পাগলা কোস্ট গার্ড এরিয়ায় ১৩ বছর বয়সী কিশোরীর বস্ত্রহীন মরা দেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কোন সন্ধান দিতে পারেনি পুলিশ।এ বিষয়ে পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাজাহান জানান সকাল সাড়ে আটটায় কোস্টগার্ড থেকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন পরে লাশটি সনাক্ত করতে না পেরে মর্গে প্রেরণ করেন তিনি আরো জানান অজ্ঞাতনামা বহু লাশ বুড়িগঙ্গা নদীর তীরে ভেসে ওঠে কিন্তু নারায়ণগঞ্জে আনজুমান মফিদুল ইসলাম না থাকায় বেওয়ারিশ লাশ দাফন করতে হে নষ্ত শিকার হতে হয় তাই তিনি উদার্থ আহ্বান জানান অচিরে নারায়ণগঞ্জে বেওয়ারিশ লাস্ট দাফনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।





















