কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৭ সেপ্টেম্বর।। পটুাখালীর কলাপাড়ায় ১২ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে পৌর শহরের শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কার্যালয় এর আয়োজন করে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো.জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্র্বাচন কর্মকর্তা মো.আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রড-১) এ কে এম হুমায়ুন কবীর, আইডিয়া প্রকল্প এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসানাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালীর পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম, কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী)নির্বাচনী আসনের কলাপাড়া উপজেলায় দুই লাখ এক হাজার ৩৯৬ জন ভোটারের মধ্যে প্রথম পর্যায় ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটার হওয়া কলাপাড়া উপজেলার মোট এক লাখ ৫৯ হাজার ৯২৬ জন ভোটারকে এ স্মার্ট কার্ড দেয়া হবে।





















