নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার শীর্ষ লেডি সন্ত্রাসী ও ঢাকা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের অনুসারী ফৌজিয়া ইয়াসমিন পপির বিরুদ্ধে পুলিশ মহা পরিদর্শক ( আইজিপি)র নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন কাজী আব্দুর রহিম (পলিম)।
এ ব্যাপারে মৃত কাজী ওমর আলীর পুত্র কাজী আব্দুর রহিম পলিম লিখিত অভিযোগে উল্লেখ করেন বিবাদী ১। কাজী ফৌজিয়া ইয়াসমিন পপি (৫০), পিতা মৃত কাজী ওমর আলী সাং আড়াইহাজার কাজীবাড়ী পোঃ আড়াইহাজার ২। সিমা আক্তার পিতা মৃত আক্কাছ আলী সাং জোগারদিয়া পোঃ সুলতানসাদী সর্ব থানা আড়াইহাজার জেলা নারায়ণগঞ্জ। উক্ত ফৌজিয়া ইয়াসমিন পপি ও সিমা গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদীগন অত্যন্ত উশৃংখল, দাঙ্গাবাজ, পরবিত্তলোভী ও কলহপ্রিয় লোকজন হয় বটে।
উক্ত বিবাদীরা আমার পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ও ভোগ দখলীয় সম্পত্তি জোর পূর্বক জবরদখল করিবে বলিয়া পায়তারা ও হুমকী ধমকী প্রদর্শন করিতেছে। ১নং ও ২নং বিবাদীদ্বয় ইতি মধ্যে আমার বেশ কিছু মূল্যবান গাছগাছড়া কাটিয়া আর্থিক ক্ষতি সাধন করে এবং আমার জায়গায় অবৈধ জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করিয়া পাকা স্থাপনা নির্মানের চেষ্টা করে। আমি শারিরীক ভাবে অসুস্থ থাকায় এবং হাসপাতালে ১০/১২ দিন চিকিৎসাধীন থাকায় সুযোগ সন্ধানী হইয়া বিবাদীরা এই রুপ জবরদখলের চেষ্টা করে। সর্ব শেষ বিবাদীরা ইংরেজী ২১/০৩/২০২৫ তারিখে সকাল অনুমান ৯.০০ ঘটিকায় আমার বাড়ীর অভ্যন্তরে অবৈধ জনতাবদ্ধে বলপূর্বক অনধিকার প্রবেশ করিয়া বাড়ীতে থাকা গাছপালা কাটিয়া প্রায় ১,০০,০০০/-(এক লক্ষ) টাকার ক্ষতি সাধন করে এবং বাড়ীতে পাকা কাজ ধরে। আমি এবং আমার স্ত্রী শিউলী আক্তার (৪৫) কে সঙ্গে নিয়া বিবাদীগনকে বাধা নিষেধ করিলে বিবাদীরা আমাদের কে ভয় ভীতি প্রদর্শণ করিয়া এবং প্রাণ নাশের হুমকী দিয়া বাড়ী হইতে তাড়াইয়া দেয়। ১ন বিবাদী আমার বসতঘর সহ বিভিন্ন স্থাপনা জবরদখল করিয়া ভোগ করিতেছে।
১নং বিবাদী আমার বাড়ীতে থাকিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন অজ্ঞাত পুরুষ লোকজন নিয়া আসিয়া প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপে লিপ্ত হইতাছে। এখানে বেশ কিছু খদ্দের প্রকৃতির লোকজন আসা যাওয়া করে। এর মধ্যে নাসির উদ্দিন (নছু) পিতা আফাজউদ্দিন সাং নোয়াপাড়, পোঃ ও থানা আড়াইহাজার জেলা নারায়ণগঞ্জ সহ এই প্রকৃতির আরো বহু লোকজন তাহার নিকট আসা যাওয়া করে এবং অসামাজিক কার্যকলাপ করে। ১নং বিবাদী আমার বাড়ীটাকে একটা অসামাজিক কার্যকলাপের কেন্দ্র হিসেবে ব্যবহার করিতেছে। আমি সামাজিক ভাবে বাধা দিয়া কোন প্রতিকার পাইনি। ফলে এলাকাবাসি তাহাকে বয়কট করে। বিবাদীরা বিভিন্ন সময়ে আমার বাড়ীঘর ভাংচুর করিয়া বিভিন্ন দামী জিনিসপত্র লুটপাট করিয়া নিয়া যায়। ১নং বিবাদী ফৌজিয়া ইয়াসমিন পপি চাঁদাবাজী, দেহ ব্যবসা ও মাদক ডিলার নরসিংদীর পাপিয়ার চেয়েও ভংয়কর লেডী সন্ত্রাসী হিসাবে আড়াইহাজার উপজেলায় পরিচিত। উক্ত ফৌজিয়া ইয়াসমিন পপি তালিকা ভূক্ত চিহ্নিত চোর ডাকাত ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের মূল হোতা। ২নং বিবাদী সিমা মাদক ও দেহ ব্যবসায়ী নারীদের কে উক্ত পপির বাসায় আনা নেওয়ার দ্বায়িত্ব পালন করেন। ১নং বিবাদী ফৌজিয়া ইয়াসমিন পপির চাঁদাবাজীর বাস্তব প্রমান আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের দাবুরপুরা প্রকাশ লতব্দী গ্রামের ছালাম হাজীর নিকট হইতে নগদ ১,৫০,০০০/ (এক লক্ষ পঞ্চাশ হাজার)টাকা চাঁদা হিসাবে আদায় করেন। সম্পত্তি জবর দখলের আরেক টি বাস্তব প্রমান আড়াইহাজার থানার সংলগ্ন গোয়ালপাড়া প্রকাশ দীঘিরপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে টিপু সুলতানের বাঘানগর মৌজার একতলা নির্মিত বিল্ডিং চিহ্নিত সন্ত্রাসীদের নিয়া ১নং বিবাদী ফৌজিয়া ইয়াসমিন পপি জবর দখল করেন। আড়াইহাজার উপজেলায় আতংকের আরেক নাম ফৌজিয়া ইয়াসমিন পপি। ১নং বিবাদী ফৌজিয়া ইয়াসমিন পপির কারনে বর্তমান যুব ও তরুন সমাজ ধংসের দারপ্রান্তে। এই ধরনের আইন বিরোধী কার্যকালাপের বিরুদ্ধে গন্যমান্য ব্যক্তিদের বার বার অবগত করানোর পরও গন্যমান্য ব্যক্তিগন একাধিকবার বাধা নিষেধ করার পরও বিন্দু মাত্র পিছপা না দিয়ে বরং সামাজিক বাধা নিষেধ অমান্য করিয়া অজ্ঞাত কারনে বেপরোয়া হয়ে তার অপরাধের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে।
ইতি মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সোশাল মিডিয়ায় প্রমান সহ ভিডিও ভাইরাল হওয়ার পরেও স্থানীয় লোকজনত দূরের কথা স্থানীয় প্রশাসন ও তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার সাহস পাচ্ছে না।
২০২৪ সালের ০৫ আগস্টের আগে থাকা খাওয়ার মতো কোন অর্থ ছিল না বর্তমানে সে হঠাৎ করে বিলাস বহুল বাড়ী নির্মাণ সহ টাকার পাহাড় গড়ে তুলেছেন, এই অর্থের উৎস কোথায়। তার হাত থেকে আড়াইহাজার বাসীকে রক্ষা করার জন্য অন্য কোন উপায়ান্তর না পাইয়া আপনার স্বরণাপন্ন হইলাম। আমি সহ আড়াইহাজার বাসী তার কালো থাবা থেকে মুক্তি চাই।
সরেজমিনে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আইজিপির হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী।