ফতুল্লায় এনজিওর কিস্তির টাকা দিতে না পারায় এক নারীকে কু-প্রস্তাব ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা কালে মফিজকে গনধোলাই দিয়েছে স্থানীয়রা। খবর পেয়ে মফিজের সন্ত্রাসী বাহিনী এসে সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে ৪ তল ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২২ আগষ্ট) রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুরপুর চিতাশাল কবীর মাস্টারের বাড়ীতে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কবীর মাস্টারের ভাড়াটিয়া জনৈক নারী কিস্তি টাকা দিতে না পারায় মফিজ ঐ নারীর বাসায় যায় এবং টাকার জন্য চাপ প্রয়োগ করে টাকা দিতে না পারায় ঐ নারীকে কু-প্রস্তাব দেয়। তার কু- প্রস্তাবে রাজী না হওয়ায় মফিজ তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে ঐ নারী ডাক চিৎকারে আশপাশের লোকজন আসিয়া মফিজকে আটক করে গনধোলাই দেয়। গণধোলাইয়ের পরে লম্পট মফিজের ফোন পেয়ে অত্র এলাকার আসলাম, জামান, নুর ইসলাম,কালাম, মাহামুদুলসহ ৪০ থেকে ৫০ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাসায় হামলা চালায় এবং ঘটনাস্থলে থাকা উপস্থিত সাবেক ছাত্রদলনেতা আরাফাত হোসেন মামুনকে মারতে মারতে বাড়ীর ছাদে নিয়ে গিয়ে হত্যার উদ্দেশ্য ৪ তলার ছাদ থেকে ফেলে দিয়ে মফিজকে ঘটনাস্থল থেকে নিয়ে যায়।
পরবর্তীতে এলাকাবাসী সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় বর্তমানে মামুন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।এঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ হয়নি।