ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বাড়ির পুরাতন টিন পরিবর্তন করে নতুন টিন লাগাতে গিয়ে চাদাঁদাবীর অভিযোগ উঠেছে একই এলাকার মো.ইসমাইল হোসেনগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মৃত.আলী আকবরের ছেলে মো.রাজ্জাক আলী ফতুল্লা মডেল থানায় মো.ইসমাইল হোসেনগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে মৃত.আলী আকবরের ছেলে মো.রাজ্জাক আলী উল্লেখ করেন যে, আমার পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তিতে জন্ম হতেই ভোগ দখল করে আসছি। এখানে আমিসহ আমার অন্যান্য অংশীদাররাও ভোগ দখলে রয়েছেন। বাড়িতে দরজা ও টিন পুরাতন হয়ে যাওয়া তা পরিবর্তন করতে গেলে একই এলাকার মৃত.নান্নু মিয়ার ছেলে মো.ইসমাইল হোসেন ও মো.মোতালেব,ইসমাইলের ছেলে মো.সানিসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আমাদের কাছে চাদাঁ দাবী করেন।
আমি বিবাদীদেও চাদাঁর টাকা না দিলে তারা আমার বাড়ির টিন পরিবর্তন করতে দিবেনা বলে আমার বাড়িতে এসে হুমকী দিয়ে যায়। তাদের দাবীকৃত টাকা না দিলে বিবাদীরা ভুয়া কাগজ বানিয়ে আমাদের কাছে জমি দাবী করে। সোমবার দুপুর ১২টায় বিবাদীরা আমার বাড়িতে এসে আমার ঘরের কাজে বাধা প্রদান করেন এবং অকথ্য ভাষায় গালাগাল ও মারধরের চেষ্টা চালায়। এ সময় বিবাদীরা তাদের হাতে থাকা লোহার হামার দিয়ে আমার ঘরের টিন পিটিয়ে ভাংচুর করে। যাবার পুর্বে বিবাদীরা আমাদেরকে এ মর্মে হুমকী প্রদান করেন যে,হয় টাকা দিবি নতুবা জমি দিবি না হলে তোকে ঘরের কাজ করতে দিবোনা এবং যদি কাজ করিস তাহলে তোকে মারধর করে লাশ গুম করে ফেলবো।
বিষয়টি নিয়ে পারিবারিকভাবে আলোচনা শেষে বিবাদীদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।