তফসিল ঘোষণা না হলেও নারায়ণগঞ্জের রাজপথে নির্বাচনী বাতাস বইছে। পাঁচটি আসনের সীমানা নির্ধারণের পর সাধারণ মানুষের মুখে মুখে এখন নির্বাচন কেন্দ্রীক আলোচনা চলছে। বিশেষ করে কেমন প্রার্থী বেছে নিবে বিএনপির হাইকমান্ড, নবীন নাকি প্রবীন; এমন প্রশ্ন নিয়ে পক্ষে-বিপক্ষে যেন আলোচনার অন্ত নেই।
যদিও এরই মাঝে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নবীনদের প্রাধান্য দেয়া হবে। এই ঘোষণার পর নারায়ণগঞ্জ বিএনপিতে উদীয়মান ও যোগ্যতা সম্পন্ন সম্ভাবনাময়ী তরুণ নেতৃবৃন্দের মাঝে জেগেছে আশার আলো।
অনুসারীদের মাঝেও আত্মবিশ্বাসের পাশাপাশি দেখা দিয়েছে নানা উন্মাদনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই প্রচার-প্রচারণার ধুম পরেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন তরুন নেতা নির্বাচন ও বিএনপির মনোনয়ন কেন্দ্রীক আলোচনায় উঠে আসলেও তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ও নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জি,এম, সাদরিল।
সিটি করপোরেশনের ১১ থেকে ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত এবারের নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তরুণ নেতাদের মধ্য থেকে বাড়তি নজর কেড়েছেন উদীয়মান ও জনবান্ধব হিসেবে স্বাক্ষর রাখা এই বিএনপি নেতা।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের দ্বিতীয় পুত্র তিনি।
একথা কারও অজানা নয়; তবে পিতার রাজনৈতিক পরিচয় কিংবা খ্যাতিতেই ভর করে নয়, বরং রাজনীতিকাঙ্গণে নেতৃত্বগুণ, দক্ষতা, যোগ্যতা, জনসম্পৃক্ততা ও জনকল্যাণকর কাজে জিএম সাদরিল নিজেকে প্রমাণ করেছেন, স্বাক্ষর রেখেছেন নিজস্ব বা স্বকীয়তার।
বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, জনবান্ধব হওয়ায় আওয়ামী লীগের শাসনামলে শত প্রচেষ্টা ও নির্যাতন সহ মামলা হামলার খরগ চালিয়েও জি.এম সাদরিলকে দমাতে পারেনি আওয়ামী লীগের তৎকালীন স্থানীয় নেতৃবৃন্দ কিংবা বিএনপির কুশিলবরাও। নানা বাধা-বিপত্তি থাকলেও তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকরি ভূমিকা রেখেছেন তিনি।
কথায় আছে, ‘যে রাধে সে চুলও বাঁধে।’ জি,এম, সাদরিল জনপ্রতিনিধিত্বের পাশাপাশি রাজনীতি ও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে যেন সে কথারই দৃষ্টান্ত স্থাপন করেছেন।
২০২৪ সালের ৫ই আগস্টের আগে থেকে স্বৈরাচার বিরোধী সকল আন্দোলন সংগ্রামে রাজপথে স্বশরীরে অংশ নিয়ে ভূমিকা রেখেছেন। ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর-বন্দরে থাকা তার বিশালকর্মী বাহিনী তার নেতৃত্বে রাজপথে সক্রিয় ছিলেন। পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা অংশ, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড, ভূইঘড়, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার প্রধান সড়ক এমনকি শহরের রাজপথেও জিএম সাদরিলের নেতৃত্বে বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক ভূমিকা রেখেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বাধীন সাম্প্রতিক কালের সর্ববৃহৎ আনন্দ র্যালী সফল করতে যারা ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হলেন জি,এম, সাদরিল।
সম্প্রতিক সময়েও সামাজিক তথা জনসম্পৃক্ততা মূলক কর্মকান্ডে ব্যাপক ভাবে নিজেকে সক্রিয় রেখেছেন সদালাপি এই উদীয়মান নেতা। ফলে আগামী জাতীয় নির্বাচনে তার নিজস্ব কর্মী সমর্থক তো বটেই, এমনকি ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ও সদর-বন্দরের সাধারন ভোটাররাও জিএম সাদরিলকে নিয়ে আশাবাদি হয়ে উঠতে শুরু করেছেন। এতে সাধারণ মানুষের নির্বাচনি আলোচনায় পৃথক ভাবে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন জি,এম সাদরিল।
বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতারা মনে করেন, রাজনীতিতে স্বচ্ছতা ধরে রাখায় এবং জনবান্ধব কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখায় জিএম সাদরিল সাধারণ মানুষের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদেরও ‘গুডবুকে’ জায়গা করে নিয়েছেন। এছাড়াও সাবেক এমপি ও বর্ষিয়ান নেতা বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের পুত্র হওয়ায় সর্বমহলে জিএম সাদরিলের আলাদা গ্রহণযোগ্যতাও রয়েছে। আগামীর রাজনীতিতে তিনি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।