কুয়েত প্রতিনিধি: কুয়েতের স্কাইটাচ ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক হোসনে মোবারকের নবজাতক সন্তান কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে সোলবিয়া কবরস্থানে মরহুম শিশুটির দাফন সম্পন্ন হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়সহ সংশ্লিষ্ট মহল। মহান আল্লাহ তায়ালা শোকসন্তপ্ত মা-বাবা, বোনসহ পরিবারের সকল সদস্যকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন—আমিন।
উল্লেখ্য, হোসনে মোবারক এসএ টিভি এবং দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার পাঠক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।