ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের অত্যাচার থেকে মুক্তির জন্য আইন – শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং প্রেসক্লাব – রিপোর্টার্স ইউনিটিতে স্মারকলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি ফতুল্লা থানা কমিটির আহবায়ক সদস্য নাজমুল হাসান বাবু।
স্বারকলিপি দিয়েছেন প্রধান উপদেষ্টা, উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ, পুলিশ হেডকোয়ার্টার, গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান কার্যালয়, ঢাকা রেঞ্জের ডিআইজির কার্যালয়, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার, নারায়ণগঞ্জের গোয়েন্দা পুলিশ ডিবির কার্যালয়, ঢাকা জাতীয় প্রেসক্লাব, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি, ফতুল্লা প্রেসক্লাব, এবং ওসি ফতুল্লা মডেল থানা স্মারকলিপি জমা দিয়েছেন। উক্ত স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন ফতুল্লা থানার যুব সমাজ ধ্বংসের অন্যতম প্রধান কারণ হলো মাদক। মাদকের কারণে ফতুল্লা থানার সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চুরি, ছিনতাই, ডাকাতি,খুন, কিশোর গেংয়ের দৌরাত্ম,মব সৃষ্টি, চাঁদাবাজি সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। বিশেষ করে ফতুল্লার কিছু চিহ্নিত জায়গায় মাদকের আখড়া গড়ে উঠেছে , কিছু অসাধু ব্যক্তি নিয়মিতভাবে মাদকদ্রব্য যেমন – ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হিরোইন, আফিম, প্যাথেডিন সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয় করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিরব ভূমিকা থাকার কারণে ফতুল্লা মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যেসব এলাকায় মাদকের বাণিজ্য গড়ে উঠেছে তার ভিতরে মাসদাইর এলাকার ঘোশেরবাগ, গাইবান্ধা বাজার, লিচু বাগান, ছোট গোরস্থান, দেওবুক মাদ্রাসা, ফারিয়ার মোড়, ফতুল্লা রেলস্টেশন, ব্যাংক কলোনি, জোরফুল রেললাইন, পিলকুনি পাঁচতলা, পেয়ারা বাগান, পথকলি স্কুল মাঠ, বেপারীপাড়া, হক রোলিং মিল, খোঁজ পাড়া, রেম্বু মিল,খাঁ বাড়ি, ইয়াদ আলী মসজিদ, তক্কার মাঠ, উকিল বাড়ি মোড়, শাহজাহান রোলিং মিল, সাহারা সিটি বালুর মাঠ, সরদার বাড়ি বৌবাজার, পাইলট স্কুল রেল লাইন, দাপা, রেল লাইন বটতলা, পাকিস্তানি খাদের পূর্ব ও পশ্চিম, লালপুর, ভিআইটি মাঠ, ইসরাফিল সরদার রোড, ফাজিলপুর, চটলার মাঠ, ডালডা রোড, বাবুরাইল রামারবাগ বিশ্বরোড, লামাপাড়া দারোগাবাড়ি, লাকিবাজার, নয়ামাটি পুলিশ ফাঁড়ির সংলগ্ন কায়েমপুর বটতলা মোড়, থেকে শিবু মার্কেট পর্যন্ত, মেট্রো গার্মেন্টস ,সুগন্ধা পরিষদ,বুড়ির মোচড়, জেলা পরিষদ, চানমারি,কাঠের পুল,ইসদাইর, সুগন্ধা, কায়েমপুর বটতলা মোড়, নম পার্ক, ট্রাক স্ট্যান্ড, বুড়ির দোকান, যাত্রা মাঠ, গাবতলী মাজার,ইসদাইর রেললাইন, সহ বিভিন্ন এলাকায় মাদকের রমরমা বাণিজ্য চলমান। ফতুল্লা থানা ভিত্তিক আড়াইশো মাদক ব্যবসায়ীর তালিকা করে জমা দেওয়া হয় জেলা প্রশাসকের কাছে । এখন দেখার পালা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন সরকার।