মোঃ হারুন অর রশিদ-: ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতার প্রতিবাদে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আজ জামালপুর বকশীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা’র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় জামায়াতে ইসলামী বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা মডেল মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, পৌর শ্রমিক ফেডারেশনের সভাপতি হাজ্বী রাসেল মাহমুদ, উপজেলা যুব শিবিরের সভাপতি কারিমুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রিশাদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সমাবেশে জামায়াত নেতারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক
ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে অভিহিত করেন। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী খুনী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এছাড়াও, তারা ওই দিনের সহিংসতায়
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আহবান জানান। সমাবেশে উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ ছাত্র, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















