দীর্ঘ ১২ বছর আগে শুরু হওয়া এক সিনেমা অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে, তবে এবার নতুন নামে, নতুন টিমে। ২০১৩ সালে নির্মাতা সোহানুর রহমান সোহান শুরু করেছিলেন রোমান্টিক ঘরানার সিনেমা ‘লাভলী: মন বোঝে না’। শুটিংও শুরু হয় শ্রীলঙ্কায়। কিন্তু শুটিংয়ের কিছুদিন পরই চিত্রনায়ক আরিফিন শুভ ও প্রযোজকের সঙ্গে মতবিরোধে পড়ে সোহান সিনেমাটি ছেড়ে দেন। পরে পরিচালক হিসেবে দায়িত্ব নেন শাহাদাৎ হোসেন লিটন।
বছরের পর বছর পেরিয়ে অবশেষে সিনেমাটি মুক্তি পাচ্ছে ‘মন যে বোঝে না’ নামে। চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র অনুযায়ী, সিনেমাটি এখন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে এবং পরিচালনায় রয়েছেন আয়েশা সিদ্দিকা। আগামীকাল ৭ নভেম্বর এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
তবে আশ্চর্যের বিষয়, সিনেমার মুক্তির খবর জানেন না কেন্দ্রীয় দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও তমা মির্জা!
নায়কের বক্তব্য পাওয়া না গেলেও, তমা মির্জা বলেন, ‘সিনেমা মুক্তি নিয়ে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। সংবাদমাধ্যম থেকেই খবরটি জেনেছি। এটি তো এক যুগ আগের সিনেমা!’
পরিচালক শাহাদাৎ হোসেন লিটন বলেন, ‘আমি সিনেমার কিছু অংশের কাজ শেষ করার পর প্রকল্প থেকে সরে দাঁড়াই। পরে আয়েশা সিদ্দিকা বাকি কাজগুলো সম্পন্ন করেন।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, হাসান মাসুদ, মনিরা মিঠু, চৈতী, কাবিলা প্রমুখ।





















