২৪’র ৫ আগষ্টের পর আওয়ামীলীগের দোসরদের কিছু অংশ পালালেও তাদের রেখে যাওয়া দোসরদের একাংশ শুধুমাত্র সাইনবোর্ড পরিবর্তন আগের মতই এলাকাতে বীরদর্পে অবস্থান করছে আর চালাচ্ছে অপরাধের কার্যক্রম। এদের মধ্যে একজন হচ্ছে গডফাদার শামীম ওসমানের তনয় ছাত্রজনতার উপর প্রকাশ্যে গুলিবর্ষনকারী অয়ন ওসমানের অন্যতম সহযোগি শেখ হিরা ইসলাম। একসময়ে অয়ন ওসমানের অপরাধ জগতের সহযোগি শেখ হিরা ইসলাম এখন জমিয়তে ইসলাম কাশিপুর ২নং ওয়ার্ড এর সভাপতি।
স্থানীয়দের দেয়া তথ্যসুত্রে জানা যায় যে, ৫ আগষ্টের পুর্বে কাশিপুরে ভোলাইলসহ আশপাশ এলাকাতে ওসমানীয় সাইনবোর্ড ব্যবহার করে শেখ হিরা ইসলাম এমন কোন অপরাধ নেই যা করেনি। পটপরিবর্তনের সাথে সাথে সে জমিয়তে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে রাতারাতি ওয়ার্ডের সভাপতি বনে গিয়ে এলাকাজুড়ে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর সাথে ব্যানার ফেষ্টুন দিয়ে এলাকা ভরে ফেলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেক মানুষ বলেন, এক সময়ের ওসমানীয় বাহিনীর অন্যতম অয়ন ওসমানের আস্থাভাজন হিরা ইসলাম রাতারাতি খোলসপাল্টে ইসলামী দলে সভাপতি বনে গেছেন। এরা নিজেদের অপরাধ জগত টিকিয়ে রাখতে সবকিছুই পারে। জুলাই-আগষ্টে ছাত্র-জনতার উপর প্রকাশ্যে হামলাকারী শেখ হিরা ইসলাম যদি একটি সাইনবোর্ড পরিবর্তন করে নিজের কৃত অপরাধকে ঢাকতে পারে তাহলে তো অপরাধের বিচার করাটা সম্ভব নয়। অয়ন ওসমানের সাথে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার উপর অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে হতাহতের ঘটনার জন্মদাতা শেখ হিরা ইসলাম যদি দলীয় সাইনবোর্ড পরিবর্তন করে অপরাধ করে মুক্ত হয়ে যায় তাহলে অপরাধীরা আরো বড়মাপের অপরাধী হিসেবেই সমাজে আর্বিভুত হবে। আর সাধারন মানুষ এ সকল মুখোশধারী খোলসপাল্টানো নেতা দ্বারা ক্ষতিসাধন হওয়া ছাড়া উপকৃত হবেনা।
তারা আরও বলেন, পুর্বে অয়ন ওসমানের সাথে থেকে নিজের অপরাধকে ঢাকতে এবং নতুনভাবে অপরাধকর্ম চালাতেই সুচতুর শেখ হিরা ইসলাম বর্তমানে জমিয়তে ইসলামের পতাকাতলে এসেছেন। তবে দলের স্বার্থে নয় নিজের অপরাধের অবস্থান টিকিয়ে রাখতেই নাকি এ কৌশলটি অবলম্বন করেছেন এ শেখ হিরা ইসলাম।
কাশিপুর-ভোলাইল এলাকার ওসমানীয় অপরাধ জগতের অন্যতম সদস্য জমিয়তে ইসলাম কাশিপুর ২নং ওয়ার্ড সভাপতি শেখ হিরা ইসলামের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক বৈষম্যবিরোধী মামলাও রয়েছে বলে জানান স্থানীয়রা।
তারা অনতিবিলম্বে অয়ন ওসমানের অন্যতম সহযোগি বর্তমানে জমিয়তে নেতা শেখ হিরা ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে ফতুল্লা মডেল থানা পুলিশের সদয় হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।





















