গত বছরের ৫ আগষ্টের পর নারায়ণগঞ্জে স্বৈরাচারী আওয়ামী দোসরা পালিয়ে গেলে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন উত্তর চাষাড়া এলাকার হোয়াইট হাউজ রেষ্টুরেন্টের অন্যতম কর্নধার এবং সাবেক সাংসদ শামীম ওসমানের আস্থাভাজন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু এবং হাজীসাব খ্যাত আজমেরী ওসমানের মো.কাউসার। সাজনু-আজমেরী ওসমানের অবর্তমানে নারায়ণগঞ্জে থাকা তাদের বেশীরভাগ কাজগুলো সম্পন্ন করছেন এ কাউসার এমনটাই অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর চাষাড়া ও আশপাশ এলাকার অনেক মানুষ জানান, গত বছরের ৫ আগষ্ট দেশত্যাগ করেন শামীম ওসমান ও আজমেরী ওসমানের পরিবারের সদস্যরা। আর ঢাকায় অবস্থান করছেন শাহাদাত হোসেন সাজনু। কিন্তু তাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ করে তাদের উভয়ের কার্যক্রম পরিচালনা করছেন কাউসার। সাজনুর ঠিকাদারীর বিভিন্ন কাজগুলো পরিচালনা এবং আজমেরী ওসমানের চাদাঁবাজির অনেকটাই পরিচালনা করছেন তিনি।
তারা আরও জানান,অন্তবর্তী সরকারকে বেকায়দায় ফেলতে বিদেশে বসে আজমেরী ওসমান ও ঢাকায় বসে শাহাদাত হোসেন সাজনুর নির্দেশনায় রাতের আধারে মিছিল এবং নাশকতার সকল প্রকার অর্থ্যায়ন করছেন তিনি। অথচ প্রকাশ্যেই চলাচল করছেন তিনি যেন কেউ এ কাউসারকে নিয়ে সন্দেহ না করতে পারে।
তারা বলেন,বিগত স্বৈরাচারী হাসিনার শাসনামলে উত্তর চাষাড়ায় অবস্থিত হোয়াইট হাউজ রেষ্টুরেন্টে গভীর রাত পর্যন্ত চলতো কাউসার-সাজনু-আজমেরী ওসমানের আড্ডা। আর সেখানে বসেই শহর ও শহরতলীতে বিভিন্ন অপকর্মের ছক তৈরী করা হতো আর কাউসারকে নির্দেশনা দেয়া হতো লোকজন নিয়ে তা সম্পন্ন করার।
তারা আরও বলেন, চলতি মাসেও আওয়ামীলীগের যাবতীয় অরাজকতামুলক অনুষ্ঠানগুলো অর্থ দিতো এ কাউসার। লিংকরোড-কাশিপুরসহ বিভিন্নস্থানে রাতের আধারে মশাল মিছিল করাতো কাউসার। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে আজমেরী ওসমান ও সাজনুর নির্দেশে শহর ও শহরতলীর প্রতিটি অলিগলিতে কাউসারের নির্দেশে তার দলের সদস্যরা নিরস্ত্র ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে আহত করা হয়েছিল।
সেই ওসমানীয় দোসর কাউসার এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে শহরের প্রতিটি অলিগলিতে আর বীরদর্পে সাজনু-আজমেরীর কাজগুলো দেখভাল করছেন। কিন্তু জেলা পুলিশের ডেভিল হান্ট কিংবা অপারেশন ক্লিন হান্টেও গ্রেফতার হচ্ছেন এ দোসর। আমরা চাই অনতিবিলম্বে আওয়ামী দোসর সাজনু-আজমেরী ওসমানের আস্থাভাজন কাউসারকে গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হোক।





















