মোঃ হারুন অর রশিদ-: বকশীগঞ্জ (জামালপুর): “Help for helpless peoples”—এই স্লোগানকে সামনে রেখে
জামালপুরের বকশীগঞ্জে ‘বন্ধু একাদশ’র আয়োজনে এলাকার গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার পুরাতন জেলখানা রোড এলাকায় এই বিতরণ কর্মসূচির প্রথম পর্ব সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফখরুজ্জামান মতিন।
সভাপতিত্ব করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদুর রহমান মিলন-সঞ্চালনা করেন সাবেক যুবনেতা মো: তানজিল টুটুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান (ভিপি উজ্জ্বল)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতে এলাকার অসহায় মানুষ কষ্টে আছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্ধু একাদশের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বন্ধু একাদশের সদস্যরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে অসহায় ও দুস্থ মানুষগুলো তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।





















