মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে গতকাল ২৭২ ট্রাক বিভিন্ন ধরনের পণ্যের আমদানি-রপ্তানি বাণিজ্য হয়েছে। একই দিনে দুই দেশের মধ্যে ১ হাজার ৪৫৯ জন পাসপোর্টধারী যাতায়াত করেছে। এ সময় বাণিজ্য খাতে প্রায় ১২ কোটি টাকা এবং ভ্রমণ খাতে প্রায় ১৩ লাখ টাকা রাজস্ব আহরণ হয়েছে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বেনাপোল রুটে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় মানি চেঞ্জার ব্যবসায়ীদের তথ্য মতে, সোমবার বাংলাদেশি ১০০ টাকার বিনিময়ে পাওয়া গেছে ৭৪ রুপি এবং ভারতীয় ১০০ টাকায় বাংলাদেশি টাকা পাওয়া গেছে ১৩৩ টাকা। প্রতি ইউএস ডলারের ক্রয়মূল্য ছিল ১২৫ টাকা এবং বিক্রয়মূল্য ১২৬ টাকা।
বন্দরের তথ্য মতে, সোমবার সকাল ৯টা থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য শুরু হয়। এদিন দিনভর ভারত থেকে আমদানি হয়েছে ১৮২ ট্রাক পণ্য। আমদানি পণ্যের মধ্যে ছিল শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল, শিশু খাদ্য, মেশিনারিজ দ্রব্য, অক্সিজেন, বিভিন্ন প্রকার ফল, চাল, পেঁয়াজ, মাছসহ নানা ধরনের পণ্য।
দেশীয় শিল্প সুরক্ষার কারণ দেখিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিষেধাজ্ঞায় সুতাসহ কয়েকটি পণ্যের আমদানি সরকার পরিবর্তনের পর থেকে বন্ধ রয়েছে।
বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়েছে ৭০ ট্রাক। এসব পণ্যের মধ্যে উল্লেখযোগ্য ছিল বসুন্ধরা টিস্যু, মেলামাইন, কেমিক্যাল, মাছ ও ওয়ালটন পণ্যসামগ্রী। ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে বেনাপোল স্থলপথে পাট, পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কাঠের তৈরি আসবাবপত্রসহ কয়েকটি পণ্য রপ্তানি হচ্ছে না।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে প্রতিদিন প্রায় ৭০০ ট্রাক পণ্যের বাণিজ্য হতো। তবে গত বছরের ৫ আগস্টের পর দুই দেশের একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞার ফলে আমদানি, রপ্তানি ও পাসপোর্টধারী যাতায়াত অর্ধেকের নিচে নেমে এসেছে। এক বছর ধরে দুই দেশের বাণিজ্য বৈঠক বন্ধ থাকায় উভয় দেশের ব্যবসায়ীরা বড় ধরনের বিড়ম্বনা ও ক্ষতির মুখে পড়েছেন। এতে গত বছরে আগের বছরের তুলনায় দেড় লাখ টনের বেশি পণ্য আমদানি কমেছে। বাণিজ্যের পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের পদক্ষেপ কামনা করেন তিনি।
ইমিগ্রেশন সূত্র জানায়, ভোর সাড়ে ৬টা থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পাসপোর্টধারী যাতায়াত শুরু হয়। সোমবার ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দেশের মধ্যে মোট ১ হাজার ৪৪৯ জন যাতায়াত করেছে। এদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ৮৮৭ জন। ভারতে যাওয়া যাত্রীদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৬৪৪ জন, ভারতীয় ২৩৯ জন এবং অন্যান্য দেশের ৪ জন। একই সময়ে ভারত থেকে ফিরেছেন ৫৬২ জন। ভারত ফেরত যাত্রীদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৪১৪ জন, ভারতীয় ১৫৩ জন এবং অন্যান্য দেশের ৫ জন। ৫ আগস্টের পর ভিসা জটিলতার কারণে পাসপোর্টধারী যাতায়াত কমে গেছে।
এদিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, রেলপথে এসিআই মোটরস নামে আমদানিকারকের মাধ্যমে কেবল ভারত থেকে ট্রাক্টর আমদানি হচ্ছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে রেলে অন্যান্য পণ্যের আমদানি বন্ধ রয়েছে এবং ভারতের নিষেধাজ্ঞার কারণে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ আছে।




















