নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৭ জানুয়ারী) সকাল ৯ টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের দৌলতপুর মসজিদ সংলগ্ন পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি, তবে যুবকের গায়ে পরিহিত কোন জামাকাপড় ছিলনা, পুকুরের পারে একটি পোঁটলার মধ্যে জামাকাপড় ছিলো। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
এলাকাবাসী জানায়, এই যুবকটি আশপাশে কোথাও থাকেনা তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যুবকটি হয়তো প্রতিবন্ধী হতে পারে। কারণ পুকুরে লাশটি উলঙ্গ অবস্থায় ছিল এবং তার জামাকাপড় পুকুরের পাড়ে একটি পুলি ব্যাগের মধ্যে মোড়ানো ছিল।
এসআই জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




















