নারায়ণগঞ্জ সদর উপজেলার গলাচিপা এলাকার শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ফারুক মাল বাহিনীর আতঙ্কে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। ফারুক মাল নিজেকে কৃষক দল নেতা পরিচয় দিলেও তার কোন পদবী নেই বলে জানিয়েছেন এলাকাবাসী।
একটি সূত্র হতে জানা যায়, গলাচিপা এলাকার আওয়াল চেয়ারম্যান বাড়ি মসজিদ সংলগ্ন মৃত আবদুল কাদেরের পুত্র ফারুক মাল তার নিজের আধিপত্যকে বিস্তার করার লক্ষ্যে একটি সন্ত্রাসী ও মাদক বিক্রেতা বাহিনী করে তুলেছে।
গতকাল ৬ জানুয়ারী মঙ্গলবার ফতুল্লা মডেল থানা পুলিশ ফারুক মালের আস্তানা হতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনার সুত্র ধরে মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিট হতে রাত ৯:৪২ মিনিট পর্যন্ত ২৭ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের এক নজির স্থাপন করেছে ফারুক মাল বাহিনী।আতংকিত হয়ে পড়েছিল এলাকার নারী- পুরুষ সহ কোমলমতি শিশুরা।
বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নাম প্রকাশে অনিকচ্ছুকএলাকাবাসী জানান, কৃষক দলের নেতা পরিচয় দিলেও ফারুক মালের কোন পদবী নেই।
গত ২০২৪ সালের ৫ই আগস্ট এর আগে আওয়ামী লীগের দোসর হিসেবে থাকলেও ৫ আগস্টের পরনিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করেছে।
এ বাহিনীর অন্যতম সদস্য হচ্ছে ফারুক মালের ভাগিনা আবুল কাশেমের পুত্র ভুট্টা মাসুদ, অন্যতম সহযোগী ছাত্রদল নামধারী নেতা বাবু অনিক, জাহিদ,বাবুলের পুত্র খাজা রনি এরা এলাকায় কিশোর গ্যাং নেতৃত্ব দেওয়া সহ মাদক ব্যবসা,সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।
ফারুক মালের নেতৃত্বে উল্লেখিত সন্ত্রাসী মাদক বিক্রেতা গলাচিপার কুড়িপাড়া, বাড়ৈভোগ,লিচুবাগান, ২ নং রেলগেট সংলগ্ন মনির হোটেল, নন্দীপাড়া, বোয়ালিয়া খাল, দেওভোগ,শেরে বাংলা রোড,মাসদাইর বাজার সহ ১০টি স্পটে মাদক বিক্রি করে এবং এলাকায় প্রভাব বিস্তার করে যাচ্ছে।
ফারুক মাল বাহিনীর সহযোগী ফাইটার মনিরকে ফতুল্লা মডেল থানা পুলিশ দেশীয় অস্ত্র সহ আটক করলে একটি বিশেষ পেশার লোক ফারুক মালকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেয়।
এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ অসন্তোষ বিরাজ করছে।
ফারুক মাল ১৩ নং ওয়ার্ড নাসিকের সাবেক কাউন্সিলর খোরশেদ আলমের এক সময় অনুসারী ছিল।
এলাকাবাসী ফারুক মালের অপকর্মে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী খোরশেদকে জানালে ফারুক মালকে তার কাছে ভিড়তে নিষেধ করে দেয়ার পর থেকেই ফারুক মাল সন্ত্রাসী ও মাদক বিক্রেতা বাহিনী গড়ে তোলে।
এ বাহিনীর সদস্য প্রায় ৩০/৪০ জন।এদের কাছে বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ ৩ টি পিস্তল রয়েছে বলে এলাকায় প্রচারনা রয়েছে।
দেশীয় অস্ত্রের একটি অংশ ফতুল্লা মডেল থানা পুলিশ উদ্ধার ও ফাইটার মনিরকে আটক করতে সক্ষম হয়।
উক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতাদের অবিলম্বে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনগত ব্যবস্থা গ্রহনে রেব ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন সচেতন এলাকাবাসী।




















