২৪’র জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দলীয় প্রধানসহ সারাদেশে আওয়ামীলীগের শীর্ষ নেতা ও তাদের দোসররা পালিয়ে যায়। ১২ ফেব্রুয়ারী নির্বাচনকে সামনে রেখে বিএনপির একটি মহল নির্বাচনে তাদের পেশী শক্তিকে আরো দৃঢ় করতে ঐসব এলাকাতে পুর্নবাসনের ব্যবস্থা করছেন। তার বাস্তব চিত্র দেখা গেছে ফতুল্লা ও লালপুর এলাকায়।
তৎকালীন সময়ে ফ্যাসিষ্ট আওয়ামীলীগের অন্যতম দোসর থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী ও থানা ছাত্রলীগের সভাপতি আবু মো.শরীফুল হকের অন্যতম আস্থাভাজন কাজল চৌধুরী ও জাফর ওরফে মোল্লা জাফর এলাকায় সন্ত্রাসী বাহিনী নিয়ে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।
বিষয়টি এলাকাবাসীর নজরে পড়লে তাদের বলতে শোনা যায়, যাদের শোষনে আমরা নির্যাতিত ছিলাম ২৪’র ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যারা বিতাড়িত হয়েছিলো আজ কোন অদৃশ্য কারনে সেসব সন্ত্রাসী এলাকায় পুর্নবহাল হচ্ছে। তাহলে ছাত্র-জনতার আন্দোলনের প্রয়োজন কি ছিল? প্রশাসন কেনো সেসব সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনছেনা। বর্তমানে এলাকায় অনুপ্রবেশকারীরা সবাই একাধিক বৈষম্যবিরোধী মামলার আসামী।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপি নেতা জানান, মীর সোহেল ও শরীফুল হক যাদের মাধ্যমে সন্ত্রাসী,চাদাঁবাজি ও মাদক বিক্রিতে পটু ছিলো কাজল চৌধুরী ও মোল্লা জাফরগং। ২৪’র ৪ আগষ্ট ফতুল্লা থানার সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে দলবলসহ নিরস্ত্র ছাত্র-জনতার উপর ঝাপিয়ে হতাহতের ঘটনার জন্ম দেয় তারা। এ সময় কাজল চৌধুরীকে হাতে চাপাতি নিয়ে প্রকাশ্যেই ঝাপিয়ে পড়তে দেখা গিয়েছে। সেই আন্দোলনের ঘটনায় একাধিক মামলাও হয়েছে ফতুল্লা মডেল থানায়।
তিনি আরও জানান, সেই সকল আওয়ামী প্রেতাত্মাগুলো আবারও এলাকাতে প্রবেশ করেছে এক প্রভাবশালী বিএনপি নেতার হাত ধরে। ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপিকে জয়লাভের জন্য ভোটের রাজনীতিতে কৌশল হিসেবেই এ সকল আওয়ামী ডেভিলদেরকে পুর্নবাসন করছেন উক্ত নেতা। তবে গত বছরে শামীম ওসমানের ছেলের নির্দেশে রাতের আধারে ঝটিকা মিছিল করতে গিয়ে মোল্লা জাফরসহ একাধিক ছাত্রলীগ-যুবলীগ নেতাকে গ্রেফতার করেছিলো ফতুল্লা মডেল থানা পুলিশ। নির্বাচনে ভোটের আশায় পুনরায় আওয়ামী এ ডেভিলদেরকে এলাকাতে অনুপ্রবেশ করিয়ে আবারো এলাকা কিংবা আশপাশে কোন প্রকারের নৈরাজ্য সৃষ্টির আশংকা রয়েছে কাজল চৌধুরী ও মোল্লা জাফরগংদের এমনটাই শংকা করছেন ফতুল্লা ও লালপুরবাসী।
অনতিবিলম্বে আওয়ামী ডেভিল কাজল চৌধুরী ও মোল্লা জাফরগংদের গ্রেফতারে ফতুল্লা থানা পুলিশ ও যৌথ বাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করছেন ফতুল্লা ও লালপুরবাসী।



















