মো. সাইদুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস ব্যাগজ স্ক্যানিংয়ের জায়গায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আব্দুস সালাম। তিনি মুন্সিগঞ্জ জেলার সদর থানার রঞ্চ হাওলা পাড়ার বাসিন্দা। তার পিতা আব্দুল সামাদ ব্যাপারী।
কাস্টমস সূত্রে জানা যায়, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহজনক আচরণ লক্ষ্য করে কাস্টমস তল্লাশি কেন্দ্রে যাত্রীটির ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কাছে ঘোষণাবিহীন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে রয়েছে— কানাডিয়ান ডলার: ৩২ হাজার ২০০, অস্ট্রেলিয়ান ডলার: ৩৬ হাজার ৪০০।যার বাংলাদেশি মুদ্রায় আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) অটুল গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্র থেকে একজন বাংলাদেশি পাসপোর্টযাত্রীর কাছ থেকে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয়েছে। মুদ্রাগুলো বৈধভাবে ঘোষণার বাইরে বহন করা হচ্ছিল। তার বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে অর্থ পাচার রোধে কাস্টমস কর্তৃপক্ষ তৎপর রয়েছে এবং নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে।



















