বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাম্প্রতিক সময়ের রাজনৈতিক বাস্তবতায় রাজপথনির্ভর আন্দোলনের এক পরিচিত ও আলোচিত নাম। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে তিনি দলীয় অঙ্গন ছাড়াও রাজনৈতিক মহলে সুপরিচিত।
দলীয় পদ-পদবির বাইরেও নজরুল ইসলাম আজাদের রাজনৈতিক অবস্থান গড়ে উঠেছে রাজপথে টিকে থাকার সক্ষমতা, সংগঠনিক আনুগত্য এবং দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতার মধ্য দিয়ে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে বিএনপির রাজনীতি যখন দমন-পীড়ন, মামলা-হামলা ও কারাবরণের কঠিন সময় অতিক্রম করেছে, তখন নজরুল ইসলাম আজাদের ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
তিনি কেবল বক্তব্যনির্ভর রাজনীতিতে সীমাবদ্ধ ছিলেন না; বরং সরাসরি মাঠে থেকে আন্দোলনের ঝুঁকি বহন করেছেন। একাধিকবার কারাবরণ তার রাজনৈতিক জীবনের বাস্তবতা হলেও, তা তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়নি—বরং আরও দৃঢ় ও প্রতিজ্ঞাবদ্ধ করেছে। বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি এবং তার পরিবার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে স্থানীয় গডফাদার নজরুল ইসলাম বাবুর লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনী হামলার শিকার হয়েছে। ২০১৮ সালে নজরুল ইসলাম আজাদের সরকারি বিরোধী আন্দোলন দেশব্যাপী আলোড়ন তৈরি করেছে।
এসব কারণে নজরুল ইসলাম আজাদের রাজনৈতিক অবস্থান বিশ্লেষণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। দলীয় সূত্র অনুযায়ী, আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে তিনি তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করে আসছেন। এই আস্থা কেবল ব্যক্তিগত সম্পর্কের ফল নয়; বরং আন্দোলনের সময় রাজপথে কার্যকর নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা প্রদর্শনের মধ্য দিয়েই তা অর্জিত।
নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা এবং তার পরিবারের ওপর নেমে আসা হামলা ও ভাঙচুরের ঘটনা রাষ্ট্রীয় ক্ষমতা ও বিরোধী রাজনীতির সংঘাতের একটি নির্মম চিত্র তুলে ধরে। পরিবারের নিরাপত্তা হুমকির মুখে পড়লেও তিনি আন্দোলন থেকে সরে দাঁড়াননি—যা তাকে দলের ভেতরে একজন দৃঢ়চেতা ও আপসহীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিশেষ করে জুলাই আন্দোলনে তার সক্রিয় ভূমিকা বিএনপির চলমান রাজনৈতিক কৌশলের প্রতিফলন হিসেবে দেখা হয়। একদিকে প্রশাসনিক চাপ, অন্যদিকে সরকার-সমর্থিত সন্ত্রাসীদের হুমকি উপেক্ষা করে রাজপথে সক্রিয় উপস্থিতি তার রাজনৈতিক অবস্থানকে আরও স্পষ্ট করে তোলে। এই আন্দোলনে তিনি কেবল অংশগ্রহণকারী ছিলেন না; বরং মাঠপর্যায়ে সংগঠক ও নেতাকর্মীদের অনুপ্রেরণাদাতা হিসেবেও ভূমিকা পালন করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নজরুল ইসলাম আজাদের মতো নেতারা বিএনপির রাজনীতিতে একটি স্পষ্ট বার্তা বহন করেন—দলটি এখনো রাজপথের রাজনীতি থেকে সরে যায়নি এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মাঠপর্যায়ের সংযোগ অটুট রয়েছে। ভবিষ্যৎ রাজনীতিতে তার ভূমিকা কতটা বিস্তৃত হবে, তা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ও দলের কৌশলগত সিদ্ধান্তের ওপর। তবে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, নজরুল ইসলাম আজাদ রাজপথনির্ভর আন্দোলনের রাজনীতিতে একজন পরীক্ষিত নাম—যিনি ঝুঁকি নিয়েই রাজনীতি করেন।




















