স্টাফ রিপোর্টারঃ- আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার ঘোষণা দিয়েছেন অত্র উপজেলার আওতাধীন মুছাপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি ও অত্র ইউনিয়নের ২নং ওয়ার্ডের মালিবাগ এলাকার বাসিন্দা হাজী আবু সাঈদ। গতকাল তিনি এ প্রার্থীতার ঘোষণা দেন এবং গণমাধ্যমকে জানান, আমি একটি আওয়ামী সমর্থিত পরিবারের সন্তান ও দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাজের জন্য কল্যাণকর হয় এমন কাজ করে যাচ্ছি। বর্তমানে মুছাপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি হিসেবে কাজ করে যাচ্ছি। এলাকাবাসী আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থী হবার উৎসাহ দিচ্ছেন এবং সুপরার্শ দিয়ে যাচ্ছেন। এখন যেরকমভাবে এলাকার উন্নয়নে ও ভাল কাজে সর্বদা সকলের পাশে থাকি সেরকমভাবে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে বন্দরের উন্নয়নে এবং মাদক-সন্ত্রাসমুক্ত একটি সুন্দর উপজেলা হিসেবে বন্দর উপজেলাকে গড়তে কাজ করে যেতে চাই। মানুষের কল্যাণেই আমার রাজনীতি এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইসলামী নীতি ও আদর্শ অনুসরণ করে বন্দর উপজেলাকে গড়ে তোলা হবে ইনশাল্লাহ’। তার ন্যায়পরায়ণতা, ভদ্র আচরণ সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে সম্পৃক্ত থাকার কারণে অন্য প্রার্থীদের মধ্যে ভোটাররা তাকেও বিবেচনায় রাখবেন এবং সকলের ইতিবাচক সাড়া নিয়ে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।