সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চরলক্ষী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের সিকদার বাড়ীর মৃত বেলায়েত সিকদারের ছেলে মোঃ ইউসুফ সিকদার (৪০) মামলা করায় আসামীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে ইউসুফ সিকদার প্রতিবেদককে জানান, আমার রেকর্ডীয় জমিতে প্রতিপক্ষরা জোরপূর্বক ধান কাটে আমি আদালতের সরনাপন্ন হয়ে একটি মামলা করি। মামরা করার পরে আসামীরা আমাকে মেরে ফেলার হুমকী দেয় ।
আমি তাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। এ বিষয়ে ইউসুফ সিকদারের স্ত্রী মোসাঃ নাসরিন বেগম বলেন, মামলা করার পর থেকে আমার স্বামী বাড়ীতে আসতে পারেনা । তিনি এ বাড়ী সে বাড়ী পালিয়ে বেড়াচ্ছে আমার পরিবারটি আজ দিশেহারা হয়ে গেছে। আমি আদালতের মাধ্যমে আসামীদের বিচার চাই। তিনি আরও বলেন, রাতের আধারে আমার বাড়ীতে আমার স্বামীকে খোজার জন্য আসামীরা ঘোরাফেরা করে। আমি একাধিকবার দেখেছি এবং এ বিষয়ে ইউপি সদস্য মিজু গাজীকে অবহত করেছি। এ বিষয়ে ইউপি সদস্য মিজু গাজীর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ মিয়ার কাছে জানতে চাইলে তিনি প্রতিপেবদককে জানান, বিষয়টি আমি শুনেছি দেখব। এ বিষয়ে চরমোন্তাজ অফিসার ইনচার্জ সুদেব হাং এর কাছে জানতে চাইলে তিনি বলেন ,আসলেই ইউসুফ সিকদারের উপরে প্রতিপক্ষ অবিচার করে। আমি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখব।