স্টাফ রিপোর্টারঃ- আগামী ৩১শে মার্চ অনুষ্ঠেয় সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইসলামী ঐক্যজোট কর্তৃক মনোনীত প্রার্থী আলহাজ্ব মুফতি রহমতুল্লাহ বোখারী প্রতিদ্বন্দিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন এবং তার মনোনয়নপত্র সাময়িক অবৈধ হিসেবে ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসার।
বুধবার জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় এবং আয়কর রিটার্ন সংক্রান্ত জটিলতা থাকায় তার মনোনয়ন পত্রের বৈধতা আটকে যায়। আগামী ৩ দিনের মধ্যে আয়কর সংক্রান্ত কাগজপত্রাদি জমা দিতে পারলে তার মনোনয়নপত্রের বৈধতা মিলবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে আপিল করবেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে আরও জানান, নির্বাচনী সুস্পষ্ট নিয়মের আলোকে প্রার্থীদের মনোনয়পত্র যাচাই-বাছাই করায় আমার পক্ষ থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সোনারগাঁও উপজেলা রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি।
আইন অনুযায়ী প্রক্রিয়ায় যা হয় তারা সেটাই করেছেন এক্ষেত্রে আইনের ব্যাত্যয় ঘটেনি। আমার ব্যবসায়িক কাজের আয়কর সংক্রান্ত বিষয়ে জটিলতা থাকায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। আশা করি উল্লেখিত সময়ের মধ্যে আমি সকল কাগজপত্রাদি জমা দিয়ে মনোনয়নপত্রের বৈধতা পাব ইনশাল্লাহ।