সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রোববার রাত ৯টায় সিদ্ধিরগঞ্জ এসও রোড এলাকায় মহিলা আওয়ামীলীগ ও যুবমহিলালীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও নাসিক ৬নং ওর্য়াডের সাবেক সফল কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও নাসিক ৪,৫,৬নং ওর্য়াডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী মাকসুদা রশীদ শিকদার, সুফিয়া আতাউর, শিল্পী আক্তার, পলি আক্তার, তুলি আক্তার, মায়া বেগম, রুমি আক্তার, শাহনাজ বেগম ও সিমা আক্তারসহ-বিভিন্ন ওয়ার্ডের নারী নেত্রীরা।