স্টাফ রিপোর্টারঃ মদনপুর ইউনিয়ন সাবেক ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ এবং বন্দর থানা যুব মহিলা লীগ নেত্রী ও বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাফিয়া আক্তার তানিয়া’র উদ্যোগে রোববার বিকেলে মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদ ও বিশেষ অতিথি হিসেবে নাসিক ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু উপস্থিত ছিলেন। এসময় মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হানিফ মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী এস আই জুয়েল, থানা যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মোক্তার হোসেন, যুবলীগ নেতা গোলজার হোসেন, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি নজরুল ইসলাম বাদশা, অত্র ইউপি’র ১,২ ও ৩নং ওয়ার্ড এর মহিলা মেম্বার বিলকিস বেগম, মদনপুর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, নাসিক ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মদনপুর ইউনিয়ন যুবলীগ নেতা শাওন, মাকসুদ, আতাবুর ও শাকিল প্রধান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন করেন।