তারিখ : মার্চ, ২৯, ২০১৯, | নিউজটি পড়া হয়েছে :
৫৮৪ বার
বনানীর আগুন কেড়ে নিয়েছে যাদের প্রাণ তাদের সবার আছে আলাদা আলাদা গল্প। কেউ হয়তো সকাল বেলা অন্য দশটা দিনের মত স্ত্রী-সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে অফিসে গেছেন। কেউবা বাবা-মার কাছে বলে এসেছেন বিকেলে দেখা হবে। তবে সবকিছুই এখন আগুনে পুড়ে ছাই।
আগুনের মাঝে দাউ দাউ করে জ্বলেছে বেঁচে থাকার শেষ আশাটুকু। ভেতরে আটকে পড়াদের চোখে এক রাশ আতঙ্ক, মনে প্রিয়জনকে আর কোনোদিন দেখতে না পাওয়ার আশঙ্কা।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বিকেল থেকে নিহতের সংখ্যা বাড়তে থাকে একের পর এক।
অগ্নিকাণ্ডে নিহত আবদুল্লাহ আল ফারুক তমাল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকরি নিয়েছেন ইউরো সার্ভিস বিডি লিমিটেড কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে। বৃহস্পতিবারের দুর্ঘটনায় জীবনের ইতি টানেন এই তরুণ।
এফ আর টাওয়ারে একই অফিসে কাজ করতেন স্বামী স্ত্রী। প্রতিদিনের মতই অফিসে এসেছিলেন একসাথে। কিন্তু দিন শেষে বাড়ি ফেরা হল না আর। জীবন দিয়ে দাম্পত্য জীবনের ইতি টানলেন রুমকি আক্তার আর তার স্বামী।
হ্যারিটেজ গ্রুপে কর্মরত ছিলেন আব্দুল্লাহ আল মামুন। আগুন থেকে বাঁচতে তার ধরে ভবন থেকে নীচে নামার চেষ্টা করেন তিনি। কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নেয় শেষ আশ্রয়টুকু থেকেও। হাত ফসকে নিচে পড়ে যান তিনি। গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফিয়ে পরে মারা যান শ্রীলঙ্কান নাগরিক নিরোস।