নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চ শহরের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার হুরমহিষা গ্রামের ডাঃ মোজাম্মেল হোসেন সেলিম মিয়াজীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর নিজ বাড়ির প্রাঙ্গণের মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে গত ২২ মার্চ ভাইয়ের মরদেহ আনতে নিউজিল্যান্ডে যান মেঝ ভাই শাহাদাত হোসেন মিয়াজী। সেখানে আনুষ্ঠানিকতা শেষে বুধবার রাত ১১টায় দেশে এসে পৌঁছায় মোজাম্মেলের মরদেহ। পরে লাশবাহী গাড়িতে করে সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় তার নিজ গ্রাম হুরমহিষায়। মরদেহ পৌঁছার খবর পেয়ে একনজর দেখার জন্য মোজাম্মেলের বাড়িতে ভিড় করেন আত্মীয় স্বজনসহ আশেপাশের গ্রামের লোকজন। কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনেরা।
উপস্থিত এলাকাবাসী সান্ত¡না দিয়েও থামাতে পারছিলেন না শোকার্ত পরিবারটিকে। কান্নায় মূর্ছা যাচ্ছেন বৃদ্ধা মা, ভাই-বোন। এসময় সমগ্র গ্রামে শোকের ছায়া নেমে আসে। জানাজা নামাজে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেনসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
নিহত মোজাম্মেলের ভাই শাহাদাত হোসেন বলেন, সরকার যদি সহযোগিতা না করতো তাহলে আমার ভাইয়ের লাশ দেশে আনতে পারতাম না। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
নিহতের বড় বোন জো¯œনা বেগম বলেন, ভাইকে অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছি। বিদেশ যাওয়ার জন্য ব্যাংক লোন নিতে হয়েছে। যা এখনো পরিশোধ হয়নি। আশা ছিল ভাই পড়া শেষ করে দেশে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে।
পরিবারের সদস্যরা জানান, ঢাকা মিরপুরের মার্কস মেডিকেল কলেজ থেকে দন্ত চিকিৎসক হিসেবে পাশ করার পর ২০১৫ সালে উচ্চতর ডিগ্রির জন্য নিউজিল্যান্ড যান। চলতি বছরের রমজানের পরে তার দেশে আসার কথা ছিলো। গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে সন্ত্রাসীর গুলিতে নিহত হন মোজাম্মেলসহ ৫০ জন।
Attachments area