তারিখ : এপ্রিল, ৮, ২০১৯, | নিউজটি পড়া হয়েছে :
৪৭৮ বার
সাদ্দাম হোসেন শুভ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা দক্ষিণ নয়ামাটি এলাকার স্টার কাস্টিং রি-রোলিং মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২ জন কর্মরত শ্রমিক আহত হয়েছে। রবিবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার সময় এ আগুনের সুত্রপাত ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্টার কাস্টিং এর কর্তব্যরত ম্যানেজার মোঃ শফিক জানান, মিলের ভাট্রি থেকে হঠাৎ একটি আগুনের ফুলকি উড়ে ফাইভার দিয়ে তৈরি চালের উপর পরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চলন্ত মিলের শ্রমিকরা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
সুত্রে জানা যায়, সুলতান সিকদার নামে এক ব্যক্তি স্টার কাস্টিং রি রোলিং মিলস কয়েক বছর যাবত ভাড়া নিয়ে চালাচ্ছেন।
স্টার কাস্টিং এর মালিক তোফাজ্জল হোসেন বাবুল জানান, আমি অগ্নীকান্ডের ঘটনা শুনেছি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।